নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেসব কথা এই সামু ব্লগে লিখতে পারি না নানা কারনে- সেসব কথা আমার পার্সোনাল জার্নাল ব্লগে লিখি -- https://journalofjahid.com/

জাহিদ অনিক

ভালোবাসি কবি ও কবিতাকে

জাহিদ অনিক › বিস্তারিত পোস্টঃ

ফুলের ভাষা মানুষের মুখে

২৭ শে আগস্ট, ২০২৩ রাত ৯:২২

আমার এ সন্ধ্যা আরতি-
ফুলের ভাষা মানুষের মুখে; কেবলই মর্মবেদনা।
প্রার্থনারা শেষ হলে – জন্ম নেয় প্রেম;
সালাম ফিরিয়ে তাই – ফুঁ দেই তোমার দুই চোখে।।

ফুলের গর্ভাশয়ে এসে - দিশেহারা মন
ফুল তার প্রবেশাধিকার বুঝে উঠতে পারেনি;
নরম বুকে যেখানে আসে বৃষ্টি;
জানবে সেখানে - বীজের অঙ্কুরোদগম।

যখন শুনবে মাতৃপক্ষ মহালয়ার আবহ সঙ্গীত
দেখবে তোমার নাভিপদ্মে ফুলের সুগন্ধ;
তখন পবিত্র সন্ধ্যা আহবানে
আমার মুখে দিও চন্দনের আগুন


২৭ শে আগস্ট, ২০২৩

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০২৩ রাত ৯:৩৬

শায়মা বলেছেন: অনেক অনেক সুন্দর ভাইয়ু।

সত্যিকারের কবি তুমি। :)

২৭ শে আগস্ট, ২০২৩ রাত ১০:২৯

জাহিদ অনিক বলেছেন: এটা একটা বিরাট বড় সমস্যা! কবি হওয়া

২| ২৭ শে আগস্ট, ২০২৩ রাত ১০:৩০

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

২৭ শে আগস্ট, ২০২৩ রাত ১০:৩১

জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই

৩| ২৮ শে আগস্ট, ২০২৩ সকাল ১০:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কবিতা

২৮ শে আগস্ট, ২০২৩ রাত ১১:০১

জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা ছবি আপু

৪| ২৮ শে আগস্ট, ২০২৩ সকাল ১১:৫০

আহমেদ জী এস বলেছেন: জাহিদ অনিক,



মানুষের মুখে ফুলের ভাষা!!! আহা........

নরম বুকে যেখানে আসে বৃষ্টি;
জানবে সেখানে - বীজের অঙ্কুরোদ্গম।

কেবল কবিরাই পারেন এমন সংক্রামক ভাবে সাড়া দিতে!

২৮ শে আগস্ট, ২০২৩ রাত ১১:০৩

জাহিদ অনিক বলেছেন: কবিতায় আবেগ আসে; আবেগ ফুলের কুড়ি থেকে আসে
আপনার মন্তব্যে কুঁড়ি ঝড়ে পড়ে অথবা ফুটে ওঠে যেন --

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা শ্রদ্ধেয়

৫| ২৮ শে আগস্ট, ২০২৩ দুপুর ১:৫৮

রাজীব নুর বলেছেন: বেশির ভাগ কবিতা লিখতে গিয়ে কঠিন শব্দ ব্যবহার করতে গিয়ে কবিতার বারোটা বাজিয়ে দেয়। কিন্তু আপনি সেটা করেন না।

২৮ শে আগস্ট, ২০২৩ রাত ১১:০৩

জাহিদ অনিক বলেছেন: কবিতাকে আবেগ দিয়ে লিখি -
শব্দ আবেগ বহন করে
আবেগ সহজ থাকে, বোবা থাকে - তাই কঠিন শব্দ কণ্ঠে আসে না।


ধন্যবাদ রাজীব ভাই

৬| ২৮ শে আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৭:২৫

ফারহানা শারমিন বলেছেন: সুন্দর কবিতা! কবির জন্যে শুভকামনা।

২৮ শে আগস্ট, ২০২৩ রাত ১১:০৪

জাহিদ অনিক বলেছেন: অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন ফারহানা শারমিন
শুভেচ্ছা আপনাকেও

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.