নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেসব কথা এই সামু ব্লগে লিখতে পারি না নানা কারনে- সেসব কথা আমার পার্সোনাল জার্নাল ব্লগে লিখি -- https://journalofjahid.com/

জাহিদ অনিক

ভালোবাসি কবি ও কবিতাকে

জাহিদ অনিক › বিস্তারিত পোস্টঃ

নয়টি কথা

০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৫৭



১)

আমি আমার সেই বন্ধু দিব্যেন্দু, যাকে দেখলে আমার মায়া হয়,
মনে হয় ইশ! যদি ওর জন্য কিছু করতে পারতাম!

২)

মানুষ জল হয়ে যায়, যখন জলের স্পর্শ পায়-
আগুন তবু হয় না মানুষ; যদিওবা পোড়ে সে রোজ

৩)
গ্রন্থ যে ধর্মেরই হোক, যে ভাব নিয়ে পড়ছ তুমি- সে ভাবই গ্রন্থের ধর্ম।

৪)
যুগপৎ স্তুতি আর ভৎসনা তোমায়-
আমাকে ভালো কেন বাসো?
বাসো যখন-
এত কম কেন বাসো?

৫)
মেঘের কথা বলে তোমাকে বৃষ্টির হাতে তুলে দিলেম,
বললেম; ভালোবাসো বলো?
নয়ত ভালোবাসি বলে-
তোমাকে জমের হাতে তুলে দেব।।

৬)
আজীবন খুঁজে দুঃখের সমার্থক শব্দ,
দেখেছি;
আমাদের নিঃশ্বাসেই বের হয় পরিশুদ্ধ শোকবার্তা

৭)
কখনো কখনো নিজেকে পৃথিবীর মতন মনে হয়
যেন এই সৌরমণ্ডলে কেবল আমিই একমাত্র বসবাসের যোগ্য;
মানুষের পদচারণ আর জীবনের অস্তিত্ব একমাত্র আমার অভ্যন্তরেই।
বাকী সব তুমি, তোমরা: বুধ, শনি, মঙ্গল অথবা বৃহস্পতি।

৮)
তোমার দুঃখ যদি আমার কবিতায় দেখতে না পাও,
যদি দেখতে না পাও আমি লিখতে শিখেছি তোমার পূর্বজন্মের কথা,
তোমার পিতা, পিতামহ, প্র-পিতামহ আর তোমার ভ্রূণের কথা,
তাহলে সে কবিতা আমি লিখিই নি।

৯)
কখনো কখনো কেবলমাত্র একটা 'লাইন' বা একটা 'শব্দ' পছন্দ হয়েছে বলে
কিনে নিয়েছো গোটা অখণ্ড রচনাসমগ্র

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:১৫

আহমেদ জী এস বলেছেন: জাহিদ অনিক,



বাহ.... সুন্দর সব অনুভূতি!
৬ আর ৮ নম্বর দারূন।

০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:২৩

জাহিদ অনিক বলেছেন: অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় -
প্রথম মন্তব্য ও প্লাসে কৃতজ্ঞতা জানবেন

২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:১২

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:১৮

জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই। শুভ সকাল

৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:৪৭

শাওন আহমাদ বলেছেন: বাহ!

০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:১৯

জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ শাওন আহমাদ
শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানেবন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.