নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি কবি ও কবিতাকে
পৃথিবীর কোমল হৃদয়ে চাঁদ যেন জেগে রয় -
মানুষের বুকের গহীন ক্ষত হয়ে;
জেগে রয় প্রকাণ্ড আসমান -
আমার নির্বাক চাহনি হয়ে।
সন্ধ্যার গাঢ়তর রঙে গ্রহ ছুটে যায় নক্ষত্রের পানে-
সমুদ্রে ঝিনুক হেঁটে যায় জলের দিকে।
পেলব অন্ধকারে - মানুষ কেবল আসে না
মানুষের কাছেপিঠে।
এ অভিশাপ
এ শাপ
এ শঙ্খ
এ সখ-
এই আমার বাঁচিবার অথবা
মরিবার সুতীব্র শখ।
যদিওবা রাত আর আসমান চিনেছে মানুষ -
কবে কোন নৈঃশব্দকে শুনে-
কার বুকে কে রেখে পা-
শব্দকে নাম দিয়েছে 'অন্ধকার';
কে গেছে মরে ঐ অন্ধকার শুনে।
জানে না সে কথা-
কবে কোন মানুষ এক, একা-
ভেঙেছিল পাহাড়।
দুর্দান্ত অন্ধকার রাত্রে-
মানুষের মনে পড়ে পাহাড়-
মানুষ এক পাহাড় - যদি বুক খুলে দ্যাখো।
১৯ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:০৬
জাহিদ অনিক বলেছেন: অন্ধকারে নিমজ্জিত হয় পৃথিবীর সকল মানুষ কখনো না কখনো। অন্ধকার আমাদের ভাবতে শেখায় আমাদের নিজের সত্তাকে।
অনেক ধন্যবাদ বাকপ্রবাস সুন্দর মন্তব্যে ভালোলাগা রইলো। শুভেচ্ছা নিবেন।
২| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:১৯
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
আপনার কবিতার ভাষা সহজ ও সুন্দর।
১৯ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:০৬
জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই। সুপ্রভাত।
৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:১৫
খায়রুল আহসান বলেছেন: যে কবিতার ভাষা যত কোমল, সে কবিতা ততই হৃদয়গ্রাহী। আপনার কবিতার ভাষা সচরাচর কোমল, অনেকটা 'ব্যক্তি' আপনারই মত, তাই আপনার কবিতাগুলোও হৃদয়গ্রাহী হয়ে থাকে। আমি মুগ্ধ হয়েছি আপনার এ কবিতাটি পড়ে। কঠিন কথা, তীক্ষ্ণ অনুভূতির কথা কবিতায় ব্যক্ত হয়েছে কোমল ভাষায়। বিশেষ করে প্রারম্ভিক স্তবকের চারটে পংক্তির কথাগুলো কত কঠিন সত্য, কঠিন অনুভূতির; অথচ তা পরিবেশিত হয়েছে কত অনায়াস কোমলতায়!
কেমন আছেন কবি? শুভকামনা নিরন্তর!
১৯ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:১০
জাহিদ অনিক বলেছেন: শ্রদ্ধেয় কবি, আপনার চমৎকার মন্তব্য জুড়ে ভালোলাগা রইলো। কবিতায় কঠিন শব্দ চাইলেও ব্যবহার করতে পারি না, সেটা বোধয় এই যে আপনি বলেছেন অনেকটা 'ব্যক্তি' আপনারই মত সেজন্যই।
আপনার মন্তব্য পড়ে কিছুক্ষণ যেন আমার নিজের কথাই আমাকে ভাবালো। কবিতাটি আপনার ভালো লেগেছে জেনে খুব একটা সকালের এই ঠান্ডা বাতাসের মতই ভালোলাগা কাজ করছে।
আমি ভালো আছি। আপনিও ভালো আর সুস্থ আছেন আশা করছি। চমৎকার মন্তব্য ও প্লাসে অশেষ কৃতজ্ঞতা জানবেন।
৪| ২১ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:০৬
রাবেয়া রাহীম বলেছেন: একাকিতত নি:সংগতা তারপরেও মিলনের সু তীব্র আকাংখা ! আহা কবিতা !
মানুষের বুকে থাকে পাহাড় , থাকে সমুদ্র , থাকে খা খা ধূ ধূ বালিয়াডি, আবারও কখনো থাকে উথাল পাথাল জোয়ার ।
বড়ই সৌন্দর্যময় কবিতাখানি। কোমল ভাষায় নরম আহ্বানে হৃদয়ের আকুতি তুলে ধরেছো যে আকুতি অন্য পাঠকের হৃদয়েও দোলা দিয়ে যায় ।
অনেক দিন পর তোমার কবিতা পড়লাম। কবিতা জুডে ভালো লাগা ।
২২ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৮:৫১
জাহিদ অনিক বলেছেন: মানুষ খুবই অদ্ভুত আর রহস্যময় প্রাণী। বুকের মধ্যে অনেক কিছুই সে ধরে রাখে। কবি বলেই হয়ত তুমি বুঝতে পেরেছো এই কোমল ভাষায় নরম আহ্বানে হৃদয়ের আকুতি
হ্যাঁ তুমি অনেকদিন পরে ব্লগে এলে। ভালো আছো আশা করছি।
©somewhere in net ltd.
১| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৩৫
বাকপ্রবাস বলেছেন: তুমুল এক অন্ধকারে নিমজ্জিত হলাম।