নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেসব কথা এই সামু ব্লগে লিখতে পারি না নানা কারনে- সেসব কথা আমার পার্সোনাল জার্নাল ব্লগে লিখি -- https://journalofjahid.com/

জাহিদ অনিক

ভালোবাসি কবি ও কবিতাকে

জাহিদ অনিক › বিস্তারিত পোস্টঃ

কবিতা: এসো জল! শরীর থেকে মুছে দাও বসন্তের দাগ

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:০২



ক্যারিবীয় বাতাস উড়ে আসো - ঝড় ঘূর্ণি হয়ে আসো
শোনো, আহ্বান করছি তোমাকে আমি।
আসো মধ্যরাতের ঘূর্ণিঝড়, টর্নেডো হ্যারিকেন-
গাছ, উপড়ে পড়ো হাজার মেগাওয়াট বৈদ্যুতিক থামের উপর।

বৃষ্টি,
মেঘের বুকে হাতুড়ি পেটা করে এসো-
এমনভাবে এসো যেন, দীর্ঘ চৈত্রের পর আসছও তুমি।
নাচো জল মাহারি, ফেলে বাহারি পা
নাচো পুরুলিয়া ছৌ নাচ।

মাটি কাঁপতে থাকো-
কাঁপতে থাকো, কাঁপতে থাকো;
কাঁপতে থাকো ঠাণ্ডা বৃষ্টি জলে থরথর ভেজা ঠোঁটের মতন-
কাঁপতে থাকো- মাপতে থাকো কম্পন স্পন্দন।

সমুদ্র স্ফীত হও; জলোচ্ছ্বাস তৈরি হও
সুনামি শ' ফুট হও।
অক্টোপাস সঙ্গম করো না,
নীল হাঙর হিংস্র হও, হিংস্রতম হও
কেটে দাও সমুদ্রে ফাইবার অপটিকস; বিচ্ছিন্ন করে দাও যাবতীয় যোগাযোগ!

বন্যা, এসো ভেঙে দাও বাঁধ
প্লাবিত হও রাস্তাঘাটে,
ডুবিয়ে দাও রেল লাইন
নদীবন্দর, দেখাও তিন পতাকা!

এসো জল!
শরীর থেকে মুছে দাও বসন্তের দাগ!
কপাল থেকে উঠিয়ে দাও তিলক চিহ্ন।
আমি একা থাকব, একা থাকব
নিরবচ্ছিন্ন বিচ্ছিন্ন থাকব।


----------------------------------------
ফুটনোট:
কবিতাটি ২০১৯ সালে এই ব্লগে প্রথম প্রকাশিত হয়েছিল। এর পরে অনেক বছর কেটে গেছে। আবার প্রকাশের কারণ মূলত দুটি:

১) কবিতার সাথে কবিতার পাঠ যুক্ত করা হয়েছে ইউটিউব লিংক সংযুক্ত।
২) কবিতাটি পুনরায় পাঠকের কাছে প্রকাশ করা, মূলত যারা নতুন এই ব্লগে তাদের উদ্দেশ্যে।

যারা প্রথম প্রকাশের মূল পোষ্ট ও সেই পোষ্টের মন্তব্য ও প্রতিমন্তব্য দেখতে ইচ্ছুক, তারা অনুগ্রহ করে এখান থেকে ঘুরে আসতে পারেন।
এসো জল! শরীর থেকে মুছে দাও বসন্তের দাগ! - ২০১৯ প্রথম প্রকাশের ব্লগ পোষ্ট

একদম নিজের মতন করে কিছুটা কবিতাটা পাঠ করার চেষ্টা করেছি, কেউ যদি অতি-আগ্রহী হয়ে শুনতে ইচ্ছুক হন, অনুগ্রহ করে নিচে প্রদত্ত ইউটিউব লিঙ্ক এর ভিডিওটিতে শুনতে পাওয়া যাবে।

ইউটিউবঃ এসো জল! শরীর থেকে মুছে দাও বসন্তের দাগ
ধন্যবাদ।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:৩০

রানার ব্লগ বলেছেন: কবিতা খানা পুনরায় প্রকাশ করার জন্য ধন্যবাদ !

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:৪৩

জাহিদ অনিক বলেছেন: অনেক ধন্যবাদ রানার ব্লগ !!

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:২৬

মিথমেকার বলেছেন: আবৃতি তে ব্যাকগ্রাউন্ড সাউন্ড ইফেক্টস এর ভলিউম বেশ কম মনে হয়েছে, অন্যদিকে ভোকাল অনেক বেশি। কিছু কিছু সময় কর্কশ শব্দ আসছিল, হয়তো মাইক্রোফোন মুখের অনেক কাছে ছিল এইজন্য।

২১ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৫৪

জাহিদ অনিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মিথমেকার --
এটা আসলে ঠিক আবৃত্তি না - ওটা তো পারি না। তাই নিজের মত করে নিজের লেখা পাঠ করে যাওয়া আর কি -
আপনার কান ঝালাপালা করার জন্য সত্যিই লজ্জিত !!!


ভালো থাকুন সুস্থ্য থাকুন

৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:১৯

রাজীব নুর বলেছেন: আসেন একদিন আড্ডা দেই।
সামনাসামনি বসে আপনার কবিতা শুনতে চাই। আপনি আবৃত্তি করবেন।

২১ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৩৯

জাহিদ অনিক বলেছেন: হ্যাঁ রাজীব ভাই!!! সে তো আমিও চাইইই !!!!

৪| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ ভোর ৫:৪৮

মিরোরডডল বলেছেন:




কবিতা এবং আবৃতি ভালো হয়েছে, কিন্তু লেখায় শরীর লিখলেও আবৃতিতে উচ্চারণ হয়েছে শরীল।
ভিডিওতে 1.34 সেকেন্ডে চেক করে নিবে।

থ্যাংকস অনি।

২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:১৫

জাহিদ অনিক বলেছেন: হ্যাঁ সত্য, উচ্চারণে আরও বেশ কিছুই ভুল আছে। কবিতা আবৃত্তি খুব কঠিন আমার জন্য। আই কিপ ট্রায়িং। হাহা

পড়ার জন্য আর বিশ্রী কণ্ঠ শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা মিরোরডডল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.