নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি কবি ও কবিতাকে
কে বলবে- এই এক জীবনে কত জনম দেখে নিলাম-
কত বাতাস টেনে নিলাম বুকের মধ্যে;
কত নিশ্বাসই'তো বের করে দিলাম হৃদয়ের গভীরতম প্রকোষ্ঠ থেকে-
ভালোবাসার তীব্রতর তীব্রতা আমায়- এতটা পুড়েছে-
যেমন পুড়ে অক্সিজেন নিজের রক্ত, ধমনীতে।
দ্যাখো আজ -নিজের শুদ্ধ হৃদয় এতটা দিয়েছি বিসর্জন করে যে-
পরিশুদ্ধ হয়ে উঠছে শহরে বাতাস, বাড়ছে আর্দ্রতা, বৃষ্টি;
দ্যাখো কাঁচে বাষ্প আর মাপো জলের সান্দ্রতা।
বৃক্ষের মতন -
মানুষের প্রশ্বাসে যেন পৃথিবীর পরিশুদ্ধি।।
(১৯ ই মে, ২০২৪)
২৮ শে মে, ২০২৪ দুপুর ১:৫৭
জাহিদ অনিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানবেন অহন৭১
২| ১৯ শে মে, ২০২৪ দুপুর ১২:৫০
করুণাধারা বলেছেন: কবিতায় লাইক দিয়ে গেলাম।
৩১ শে মে, ২০২৪ সকাল ৯:৪৫
জাহিদ অনিক বলেছেন: করুণাধারা আপু - অনেকদিন পরে এলাম আপনার লাইক গ্রহণ করতে। ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন
৩| ১৯ শে মে, ২০২৪ রাত ১০:২৭
আহমেদ জী এস বলেছেন: জাহিদ অনিক ,
"প্রশ্বাসে তোমার পৃথিবীর পরিশুদ্ধি।" (এখানে "প্রশ্বাস" শব্দটি ঠিক আছে কি ?)
কিন্তু মানুষের নিঃশ্বাসেই যে বিষ! পৃথিবীর পরিশুদ্ধি ঘটবে কি করে!!!!!!
৪| ২১ শে মে, ২০২৪ দুপুর ১২:৩১
মোস্তফা সোহেল বলেছেন: কেমন আছেন কবি সাহেব?
কবিতা ভাল লেগেছে।
৫| ২১ শে মে, ২০২৪ রাত ৮:০০
মিরোরডডল বলেছেন:
অনির এই লেখা থেকে একটা নতুন শব্দ শিখলাম 'সান্দ্রতা'
ভালোবাসার তীব্রতর তীব্রতা আমায়- এতটা পুড়েছে-
যেমন পুড়ে অক্সিজেন নিজের রক্ত, ধমনীতে।
The more you burn, the more you will feel the intensity of love.
থ্যাংকস অনি।
©somewhere in net ltd.
১| ১৯ শে মে, ২০২৪ সকাল ৯:১৯
অহন৭১ বলেছেন: Wonderful, Awesome....... Bhaiya