নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেসব কথা এই সামু ব্লগে লিখতে পারি না নানা কারনে- সেসব কথা আমার পার্সোনাল জার্নাল ব্লগে লিখি -- https://journalofjahid.com/

জাহিদ অনিক

ভালোবাসি কবি ও কবিতাকে

জাহিদ অনিক › বিস্তারিত পোস্টঃ

প্রশ্বাসে তোমার পৃথিবীর পরিশুদ্ধি

১৯ শে মে, ২০২৪ রাত ১:২০



কে বলবে- এই এক জীবনে কত জনম দেখে নিলাম-
কত বাতাস টেনে নিলাম বুকের মধ্যে;
কত নিশ্বাসই'তো বের করে দিলাম হৃদয়ের গভীরতম প্রকোষ্ঠ থেকে-

ভালোবাসার তীব্রতর তীব্রতা আমায়- এতটা পুড়েছে-
যেমন পুড়ে অক্সিজেন নিজের রক্ত, ধমনীতে।

দ্যাখো আজ -নিজের শুদ্ধ হৃদয় এতটা দিয়েছি বিসর্জন করে যে-
পরিশুদ্ধ হয়ে উঠছে শহরে বাতাস, বাড়ছে আর্দ্রতা, বৃষ্টি;
দ্যাখো কাঁচে বাষ্প আর মাপো জলের সান্দ্রতা।
বৃক্ষের মতন -
মানুষের প্রশ্বাসে যেন পৃথিবীর পরিশুদ্ধি।।

(১৯ ই মে, ২০২৪)

মন্তব্য ৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০২৪ সকাল ৯:১৯

অহন৭১ বলেছেন: Wonderful, Awesome....... Bhaiya

২৮ শে মে, ২০২৪ দুপুর ১:৫৭

জাহিদ অনিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানবেন অহন৭১

২| ১৯ শে মে, ২০২৪ দুপুর ১২:৫০

করুণাধারা বলেছেন: কবিতায় লাইক দিয়ে গেলাম।

৩১ শে মে, ২০২৪ সকাল ৯:৪৫

জাহিদ অনিক বলেছেন: করুণাধারা আপু - অনেকদিন পরে এলাম আপনার লাইক গ্রহণ করতে। ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন

৩| ১৯ শে মে, ২০২৪ রাত ১০:২৭

আহমেদ জী এস বলেছেন: জাহিদ অনিক ,



"প্রশ্বাসে তোমার পৃথিবীর পরিশুদ্ধি।" (এখানে "প্রশ্বাস" শব্দটি ঠিক আছে কি ?)

কিন্তু মানুষের নিঃশ্বাসেই যে বিষ! পৃথিবীর পরিশুদ্ধি ঘটবে কি করে!!!!!!

৪| ২১ শে মে, ২০২৪ দুপুর ১২:৩১

মোস্তফা সোহেল বলেছেন: কেমন আছেন কবি সাহেব?
কবিতা ভাল লেগেছে।

৫| ২১ শে মে, ২০২৪ রাত ৮:০০

মিরোরডডল বলেছেন:




অনির এই লেখা থেকে একটা নতুন শব্দ শিখলাম 'সান্দ্রতা'

ভালোবাসার তীব্রতর তীব্রতা আমায়- এতটা পুড়েছে-
যেমন পুড়ে অক্সিজেন নিজের রক্ত, ধমনীতে।


The more you burn, the more you will feel the intensity of love.

থ্যাংকস অনি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.