নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি কবি ও কবিতাকে
দেখলাম একটু আগেই বৃষ্টি হয়ে গেলো;
আরও দেখলাম একটা আন্দোলন আর গণ অভ্যুত্থান হয়ে গেলো।
দেখলাম- প্রেমিকারা এখনো চুল খুলে দেয়, এখনো করে অভিমান; এখনো বাসে ভালো।
ছেলেরা এখনো ভীষণ বোকা; নিরর্থক জীবনের পূর্ণাঙ্গ অর্থ-হীনতা খুঁজতে ও বুঝতে পড়াশোনা করে দিন রাত-
অথচ জানে না কীভাবে বসতে হয় সন্ধ্যার সংলাপে-
এখনো জানে না, কীভাবে উড়াতে হয় সাদা পতাকা।
মানুষের এ এখনোও গোপন অসুখ-
অধিকার বলতে আদায় করাকে বোঝে; গোপনে চালিয়ে দেয় খঞ্জর;
প্রেমে পড়েছে বলতে ভুলে যায় নিজস্ব অস্তিত্ব।
চাইব না, চাইব না করেও - ভীষণ লজ্জা ও আপোষহীনতায় আমরা শিখে গেলাম চাইতে -
তবুও; রাষ্ট্র পড়ে না সম্পাদকীয়, জনগণ পড়ে না সংবিধান; আর প্রেমিকারা পড়ে না চিঠিপত্র, ই-মেইল;
প্রেমিকার অবহেলা তাও সওয়া যায় রাষ্ট্রের নয়!
(১১ ই আগস্ট, ২০২৪)
১৩ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:০৯
জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ পবন সরকার
২| ১১ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৪৫
শায়মা বলেছেন: খুবই সুন্দর!!!
তুমিও মেধাবী জেন জি কবিদের একজন!!!
১৩ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:১১
জাহিদ অনিক বলেছেন: আরেএএএ ক্যাম্নে আমি জেন জি!! হায় খোদা !
আমি তো বৃদ্ধ মানুষ; মিলেনিয়াল
৩| ১১ ই আগস্ট, ২০২৪ রাত ৮:১৯
সোনাগাজী বলেছেন:
যেসব মেয়েরা শিবিরের যুবককে ভালোবাসে, তাদের ভালোবাসটা কি রকম? শিবির শব্দটা শুনলে কেমন পঁচাগলা নর্দমার মতো মনে হয়।
১৩ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:১৩
জাহিদ অনিক বলেছেন: যেসব মেয়েরা শিবিরের যুবককে ভালোবাসে, তাদের ভালোবাসটা কি রকম?
বাপ রে!! কঠিন প্রশ্ন!!! উত্তর ন জানি। গবেষণা করে এসে জানাতে হবে।
শিবিরের ধর্মীয় উদ্দেশ্য জনতার কাছে এখন পর্যন্ত কেবল মারামারি হানাহানি কাটাকাটি পর্যন্তই আটকে আছে।
উহাদের ভালোবাসা নিশ্চয়ই জিহাদীই হবে!
©somewhere in net ltd.
১| ১১ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:০১
পবন সরকার বলেছেন: সুন্দর কবিতা