নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেসব কথা এই সামু ব্লগে লিখতে পারি না নানা কারনে- সেসব কথা আমার পার্সোনাল জার্নাল ব্লগে লিখি -- https://journalofjahid.com/

জাহিদ অনিক

ভালোবাসি কবি ও কবিতাকে

জাহিদ অনিক › বিস্তারিত পোস্টঃ

কবিতা: প্রেমিকার অবহেলা তাও সওয়া যায় রাষ্ট্রের নয়!

১১ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:০৫

দেখলাম একটু আগেই বৃষ্টি হয়ে গেলো;
আরও দেখলাম একটা আন্দোলন আর গণ অভ্যুত্থান হয়ে গেলো।
দেখলাম- প্রেমিকারা এখনো চুল খুলে দেয়, এখনো করে অভিমান; এখনো বাসে ভালো।

ছেলেরা এখনো ভীষণ বোকা; নিরর্থক জীবনের পূর্ণাঙ্গ অর্থ-হীনতা খুঁজতে ও বুঝতে পড়াশোনা করে দিন রাত-
অথচ জানে না কীভাবে বসতে হয় সন্ধ্যার সংলাপে-
এখনো জানে না, কীভাবে উড়াতে হয় সাদা পতাকা।

মানুষের এ এখনোও গোপন অসুখ-
অধিকার বলতে আদায় করাকে বোঝে; গোপনে চালিয়ে দেয় খঞ্জর;
প্রেমে পড়েছে বলতে ভুলে যায় নিজস্ব অস্তিত্ব।

চাইব না, চাইব না করেও - ভীষণ লজ্জা ও আপোষহীনতায় আমরা শিখে গেলাম চাইতে -
তবুও; রাষ্ট্র পড়ে না সম্পাদকীয়, জনগণ পড়ে না সংবিধান; আর প্রেমিকারা পড়ে না চিঠিপত্র, ই-মেইল;
প্রেমিকার অবহেলা তাও সওয়া যায় রাষ্ট্রের নয়!

(১১ ই আগস্ট, ২০২৪)

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১১ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:০১

পবন সরকার বলেছেন: সুন্দর কবিতা

১৩ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:০৯

জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ পবন সরকার :)

২| ১১ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৪৫

শায়মা বলেছেন: খুবই সুন্দর!!!

তুমিও মেধাবী জেন জি কবিদের একজন!!! :)

১৩ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:১১

জাহিদ অনিক বলেছেন: আরেএএএ ক্যাম্নে আমি জেন জি!! হায় খোদা !
আমি তো বৃদ্ধ মানুষ; মিলেনিয়াল


:(

৩| ১১ ই আগস্ট, ২০২৪ রাত ৮:১৯

সোনাগাজী বলেছেন:


যেসব মেয়েরা শিবিরের যুবককে ভালোবাসে, তাদের ভালোবাসটা কি রকম? শিবির শব্দটা শুনলে কেমন পঁচাগলা নর্দমার মতো মনে হয়।

১৩ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:১৩

জাহিদ অনিক বলেছেন: যেসব মেয়েরা শিবিরের যুবককে ভালোবাসে, তাদের ভালোবাসটা কি রকম?

বাপ রে!! কঠিন প্রশ্ন!!! উত্তর ন জানি। গবেষণা করে এসে জানাতে হবে।



শিবিরের ধর্মীয় উদ্দেশ্য জনতার কাছে এখন পর্যন্ত কেবল মারামারি হানাহানি কাটাকাটি পর্যন্তই আটকে আছে।
উহাদের ভালোবাসা নিশ্চয়ই জিহাদীই হবে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.