![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার বরাবরই মনে হয়, মানুষ তার নিজের অবস্থান ও অস্তিত্বকে অস্বীকার করে।
অন্যদের কথা ঠিক জানি না, আমি তো এটা প্রায়ই করি। আমি হাঁটতে হাঁটতে নিজের হাঁটাকে অস্বীকার করি।
আমি মানতে পারি না যে আমি এদিকেই হাঁটছি, এই এত সন্ধ্যায়।
অথচ আমি হাঁটছি, কিন্তু আমি এটা পুরোপুরি মানছি না।
আমি যেখানে থাকি—যে বাসা, বাড়ি, বাজার, হাট, নিচের মুদি দোকান—
এসব আমারই লোকালয়। আমিই এই বৃহৎ পরিবেশের অংশ।
অথচ আমি এসব যেন মানি না। যেন এই ছাইপাশ আমার না, আমি এখানে যেন লুকিয়ে বাঁচিয়ে আছি—
যেন কিছুক্ষণ পরেই আমি এইখান থেকে সেখানে চলে যাব, যেখানে আমি নিজেকে উপযুক্ত মনে করি।
অথচ আমি জেনেও যেন জানি না যে আমি আসলে কোথাও মানানসই না।
এই শহর, লোক, আড্ডা, বন্ধু—
সব আমার কাছে বড্ড বেমানান লাগে। মনে হয়, আমি এসবের মধ্যে নেই।
আমি এসবের জন্য না, অথচ আমিই আছি। শুধু নিজেকে এটা বিশ্বাস করাতে পারি না।
বন্ধুদের লেইম আর ঠুনকো আড্ডায় আমার থাকতে ইচ্ছা করে না।
তবুও থেকে যাই, এই ভেবে যে এসব আমার না। অথচ আমি এসবই।
ব্যাটারি রিকশা "সো" করে চলে যায়, কাদা ছিটে আসে।
আমি রিকশা থেকে নামিয়ে রিকশাওয়ালাকে আদব-কায়দা শেখাতে চাই।
কিন্তু যেতে দেই, ভাবি—এসব তো আমার নয়-ই!
আমি যেন কোনো এক ফেরেশতা, কোনো এক দেবশিশু, অথবা যীশু!
এবং কেন আমার নয়? কেন আমি আমার অস্তিত্বকে এতটা অস্বীকার করি?
কিসের এত স্ব-দ্রোহ আর বিরুদ্ধাচরণ আমার!
-------------------
রেবেলিয়ন
জাহিদ অনিক
১৩ ই জানুয়ারি, ২০২৫
১৪ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:০৪
জাহিদ অনিক বলেছেন: থ্যাংকইউ এইচ এন নার্গিস!
বেশ কিছুটা দেরী করে ব্লগে এলাম ও উত্তর দিলাম।! দুঃখিত!
২| ১৪ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৯:৪৩
শূন্য সারমর্ম বলেছেন:
নিটশের আত্না ভর করেছে নাকি?
১৪ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:০৯
জাহিদ অনিক বলেছেন: শূন্য সারমর্ম , হ্যাঁ যখন তখন করে তো! বুঝতে পারলেন কিভাবে? আপনার মধ্যেও করে তার মানে
৩| ১৪ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১০:৪৫
রাজীব নুর বলেছেন: জাস্ট গ্রেট।
১৪ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:১০
জাহিদ অনিক বলেছেন: রাজীব ভাই!!! মেনি মেনি থ্যাংক্কস!!!
আশা করি বিন্দাস আছেন
৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৯:৩৩
খায়রুল আহসান বলেছেন: চমৎকার শিরোনামে চমৎকার কবিতা। + +
প্রতিটি মানুষের মনের গহীনে বোধকরি কিছু কিছু গুপ্ত দ্রোহ সুপ্ত থাকে। সময়ে সময়ে সেগুলো মাথাচাড়া দিয়ে ওঠে। বেশিমাত্রায় তা ঘটলে মানুষ বিদ্রোহী হয়ে ওঠে এবং বড় কিছু করে ফেলতে পারে।
১৪ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:১২
জাহিদ অনিক বলেছেন: প্রিয় কবি, মাঝেমঝে ব্লগে ঢুঁ দেই। লগিন করা হয় না। আজ একটু অফিসের কাজের চাপ কম। তারউপর আবার দেখলাম আপনার মন্তব্য, সেজন্যই মূলত সাইন ইন করা ও যে ক'টা মন্তব্য ছিলো সেগুলোর উত্তর দিলাম।
আমার ব্লগে আসা হয় না তেমন বলেই আপনার লেখা কবিতা ও অন্য কিছু মিস করে যাচ্ছি!
কবিতাটি আপনার ভালো লেগেছে জেনে ভীষণ আপ্লুত হলাম!
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
©somewhere in net ltd.
১|
১৪ ই জানুয়ারি, ২০২৫ রাত ১:৩৬
এইচ এন নার্গিস বলেছেন: ভালো লিখেছেন