![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমাকে মনে পড়ে হে অলীক ধ্রুবতারা
তুমি আমার পূর্বজন্ম অথবা আগামীজন্ম কিংবা পুনর্জন্ম;
এ জন্ম নও।
তোমাকে ভাবি যে ধ্রুবতারা —
ভাবছি তুমি আমার মতো দোদুল্যমান নও তোমার জ্যোতি আছে —
আমার মতো তুমি জ্বলে উঠতে ভয় পাও না।
তুমি কোনো পথহারা নাবিকের পথের দিশা নও —
তুমি রাতের আকাশে কোনো এক অবুঝ সন্তানের পিতার মতো প্রজ্জ্বলিত এক নক্ষত্র;
তুমি এক অনন্য নক্ষত্র হে আমার ধ্রুবতারা।
তোমাকে বুকের মধ্যে ধারণ করছি হে ধ্রুবতারা তুমি নিষ্পাপ;
জন্মে তুমি যতটুকু পাপ করেছো প্রতিজ্ঞা করেছো তুমি —
আজীবন নিজে প্রজ্জ্বলিত হয়ে পুড়ে পুড়ে নিজেকে তুমি শুদ্ধ করবে
আমার অন্তস্থ ধ্রুবতারা —
আমি এক সময় ভুল করে নিজেকে ধ্রুবতারা জ্ঞান করতাম;
আমাকে তুমি ক্ষমা করো,
আমি নিদেনপক্ষে এক ধূলিকণা কেবল।
হে ধ্রুবতারা —
তুমি মানুষের মতো নও —
তবুও তোমাকে আমার আপন লাগে,
মনে হয় তুমি আমার জন্যই জন্মেছো;
আমার জন্যই তুমি মরবে
যদিওবা এসব অলীক কল্পনা ও ভ্রান্তিবিলাস।
তবুও হে ধ্রুবতারা আমি তোমার না আসার অপেক্ষায় থাকি —
তোমাকে ভুল করে কাছেপিঠের মানুষ ভাবি;
তোমার থেকে কিছু আলো নিয়ে জ্বলি —
আমাকে তুমি ক্ষমা করো হে ধ্রুবতারা।
২১শে এপ্রিল/২৫
২১ শে এপ্রিল, ২০২৫ সকাল ৭:৫৬
জাহিদ অনিক বলেছেন: ঠিকই বলেছো, তার কি আর সে বোধ-শক্তি আছে!
আবার ভাবতে গেলে আমরা সবাই তো ধ্রুবতারা বা নক্ষত্রদেরই সন্তান।
এত রাত দুপুরে এই সুন্দর কবিতা এলো মনে!
কবিতা কখনো দিনে দুপুরে আসে নাকি!!!
থ্যাংকিউউউউউউউউউউউউউউউউউউউ
২| ২১ শে এপ্রিল, ২০২৫ সকাল ৯:১৪
সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: হে কবি, আপনি তো ব্লগের ধ্রুবতারা। কালে-ভদ্রে আপনার দেখা পাওয়া যায়। এই মেঘলা দিনে আপনি নিশ্চয় পাঠকদের জন্য কিছু লিখবেন। শুভকামনা জানবেন।
৩| ২১ শে এপ্রিল, ২০২৫ সকাল ১০:৩৮
রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় সুন্দর কবিতা লিখেছেন।
©somewhere in net ltd.
১|
২১ শে এপ্রিল, ২০২৫ রাত ২:৩৬
শায়মা বলেছেন: ধ্রুবতারার কাছে ক্ষমা!
তার কি সে বোধ আছে!
এত রাত দুপুরে এই সুন্দর কবিতা এলো মনে!