![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা যারা মনে করি যে, এই এত অল্প কিছুর জন্য পৃথিবীতে আমরা আসিনি
এই এত স্বল্প অক্সিজেন, অল্প আলো আর স্বল্প সকালের জন্য আমরা আসিনি -
আমরা যারা মনে করি এত অল্প প্রেম আর নাতিদীর্ঘ ভালোবাসা আমাদের পোষাবে না
যারা মনে মনে হাজার পদ্মের ঘ্রাণ খুঁজি
আমরা যারা চাই চাই আরো জীবন
আর পৃথিবীতে শান্তি আনায়নের মহাপরিকল্পনা করি রোজ!
যারা ভাবি বাংলায়, ইংরেজি, আরবি আর ফারসিতে
দেখি ক্ষুদ্রাতিক্ষুদ্র জীবনকণা
আর ধারণ করি নিজের বুকে সমুদ্রের চেয়েও বড় বড় সমুদ্র!
যারা জানি-
পোষাবে না এত ঠুনকো চুমু আর পলকের দুপুরে!
মনে রেখো আমাদেরকেই ছুঁবে না বৃষ্টির জল
আমাদের হাতে থাকবে না আয়ুর রেখা
আমাদের নেই ঘরে কোনো দরজা জানালা
আমাদের নেই নিজস্ব দেশ ভাষা কিংবা পাড়া মহল্লা
আমরা যাযাবর নিজের ঘরে - আমরা উদ্বাস্তু
আমরা থাকি জলের থেকে খুব দূরে
আমরা থাকি অনাদৃততায়
আমাদের ঘরেই নেই ফসল সিলিং
আমাদের বুকেই নেই পরিপূর্ণ বাতাস
দেখো, ঠিক একদিন খুব অচিরেই
আমাদের দেখেই ঘুরে যাবে সামুদ্রিক বেসামাল বাতাস
আমাদের, এই আমাদেরই মৃত্যু হবে বিশাল হাহাকারে মরুর মতো।
২৯ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৪:১৫
জাহিদ অনিক বলেছেন: সুন্দর প্রকাশ, আসলে মন ভার হয়ে ছিলো।
থ্যাংকিউ সুজন ভাই
২| ২৯ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৪:০৩
যামিনী সুধা বলেছেন:
দেশের ২য় স্বাধিনতার ( ৩৬ শে জুলাইর স্বাধীনতার ) পক্ষে, নাকি বিপক্ষে আছেন?
২৯ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৪:১৫
জাহিদ অনিক বলেছেন: আছি তো!!!
৩| ২৯ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৪:৩৯
যামিনী সুধা বলেছেন:
২য় স্বাধীনতার পক্ষে? পরিস্কারভাবে বলার সময় হয়েছে।
২৯ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:০০
জাহিদ অনিক বলেছেন: ২য় স্বাধীনতার পক্ষে? হ্যাঁ
চিনতে পেরেচি আপনাকে। কেমন আছেন?
৪| ২৯ শে এপ্রিল, ২০২৫ রাত ৯:২৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রথম শ্রেণীর কবিতা।
কবির কাছে ব্যাক্ষ্যা চাওয়া অন্যায় তবুও বলছি,এক জায়গায় দেখলাম "ফসল সিলিং" শব্দটা সঠিক?
৫| ২৯ শে এপ্রিল, ২০২৫ রাত ১১:০৭
যামিনী সুধা বলেছেন:
আমকি ভালো আছি; ধন্যবাদ।
২য় স্বাধীনতা হচ্ছে, '৭১এ পরাজিতরা জয়ী হয়েছে, আমরা এখন পুনরায় পুর্ব পাকিস্তান।
©somewhere in net ltd.
১|
২৯ শে এপ্রিল, ২০২৫ দুপুর ২:২৩
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর প্রকাশ।