![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুপুরে কড়া রোদে শুকাতে দেয়া পাঞ্জাবী- ধুয়ে দেয়া গত ঈদে ঈদগাহের মাটি লাগা জায়নামাজ-ধুয়ে দেয়া মন- কড়া রোদে; ধুয়ে দেয়া জীর্ণতা অসুখ বালাই ।।
রোদে দেয়া দাওয়াইয়ের খোলা শিশি - রোদে দেয়া উপমহাদেশীয় বাতাস লাগা এলাচের দানা;
রোদে দেয়া বারান্দার চেয়ার গাছ আর - রোদে দেয়া আমার ঝাপসা এই দুটি চোখ ।।
রোদে দেয়া জীবন, এই ছুটির দিন; ভিজে যাওয়া ঘামে দশ তলা সিঁড়ি বেয়ে উঠতে থাকা সিসিফাসের পা।।
এই সৌরমণ্ডলে দান করে দেয়া এই নিজস্ব রোদ, বৃষ্টি, আলো, জল -
পৃথিবীকে দান করা আমাদের এই সঞ্জীবনী জীবনীশক্তি, এই শব্দ, কোলাহল, টুপটাপ চুপচাপ; এইসব সমোচ্চারিত শব্দ-
এইসব বিবাদ সংগ্রাম, বেঁচে থাকা - আমাদের রক্ত, ঘাম, জল, উষ্ণতা;
আমাদের ভাবতে হবে কেউ না কেউ সুখী।
-------------
সমোচ্চারিত শব্দ
২০ শে জুলাই, ২০২৫
২| ২০ শে জুলাই, ২০২৫ সন্ধ্যা ৭:৩৬
বাকপ্রবাস বলেছেন: সবকিছু রোদে দিয়ে আমিও একদিন সুখি হব
©somewhere in net ltd.
১|
২০ শে জুলাই, ২০২৫ বিকাল ৫:৫৫
আহমেদ রুহুল আমিন বলেছেন: অসাধারণ অনুচ্চারিত শব্দের বুনণ । কী এক মোহমায়ায় আচ্ছন্ন করা শব্দের উপমা । অসাধারণ...অসাধারণ । কবির জন্য অনেক শুভকামনা ।