নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরেকটু ভাল থাকার চিন্তায় আমাদের আর ভাল থাকাটাই হয়ে উঠে না
-১০-১২ জন সাংবাদিক আহত।
-১৬ টি গাড়ী ভাঙচুর।
-তাৎক্ষণিকভাবে, আইনশৃঙখলা বাহিনীকে হামলার ঘটনা জানানো হলেও হামলাকারীরা চলে যাওয়ার পর তারা ঘটনাস্থলে পৌঁছান।
-এর আগেও ঢাকা-১ আসনে সংবাদ সংগ্রহ করতে যাওয়া গণমাধ্যমকর্মীদের যানবাহনে হামলার ঘটনা ঘটেছে।
-খুব স্বাভাবিক ভাবেই হামলা চালিয়েছে যুবলীগ এবং ছাত্রলীগ।
-যুগান্তরের ধামরাই প্রতিনিধি শামীম খান নিখোঁজ। ( পাওয়া গিয়েছে কিনা জানা নেই। রাতে নিখোঁজই দেখেছিলাম।)
...
অথচ এই ঘটনা নিয়ে ইলেকট্রনিক মিডিয়ায় কি সেইরকম সাড়া পড়েছে? স্বয়ং যমুনা টিভির ব্রেকিং নিউজে বলা "অস্ত্রধারী দুর্বৃত্তের হামলা"। এই দুর্বৃত্ত শব্দ থেকে কবে মুক্তি পাবে মিডিয়া! নিজেরা মারা খেয়েও আসল কালপ্রিটের পরিচয় বলছে না কার ভয়ে? এই ভয় কে দিয়েছে?
এসব ভয় জয় না করলে বিপত্তি আরো বাড়বে।
এই একই হামলার সংবাদের বিডি নিউজ লিখেছে এক দল হামলা করেছে। তারাও কোন কিছু স্পেসিফাই করে নি। শুধু তাই নয় এরকম নিউজও হচ্ছে হামলার অভিযোগ। আর এই "দুর্বৃত্ত আর অভিযোগের" সাংবাদিকতা দিন দিন এদেশের সংস্কৃতি হয়ে যাচ্ছে। এই পোস্ট লেখার সময় (রাত ২ টা) পর্যন্ত যুগান্তর আর প্রথম আলোকে দেখলাম সরাসরি হামলাকারী সন্ত্রাসীদের পরিচয় দিতে। পরে মানব জমিনে দেখলাম হামলাকারীদের পরিচয় দিতে। অন্য কোথাও দিয়েছে কিনা জানা নেই। কিন্তু অবাক করার ব্যাপারে এই ঘটনায় যুগান্তর পরে আরেকটি নিউজ করে যেখানে তারাও এবার হামলাকারীদের পরিচয় দিয়েছে দুর্বৃত্ত।
প্রথম আলোঃ নবাবগঞ্জে সাংবাদিক পেটাল আ. লীগ কর্মীরা
যুগান্তরের প্রথম নিউজঃ ঢাকা-১: গণমাধ্যমকর্মীদের ওপর ছাত্রলীগ-যুবলীগের হামলা
যুগান্তরের পরের নিউজঃ Click This Link
ঢাকা-১ এ আছে শেয়ারবাজারের দরবেশ খ্যাত সালমান এফ রহমান। আর তার ইন্ডিপেন্ডেন্ট টিভি যদি এসব খবর কম কভার করে বা বিকৃত করে তবে সেটা মানা যায়। কারণ এর আগে বসুন্ধরা গ্রুপের নিউজ২৪ চ্যানেল, বিডি নিউজ , কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন অত্যন্ত নোংরা ভাবে নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বিরুদ্ধে নিউজ করেছিলো।
সব মিডিয়ার সর্বাত্মক ভাবে হামলার এবং হামলাকারীর খবর প্রকাশ খুবই জরুরী। নিজেদের মিডিয়ায় হামলা হয় নাই তাই অন্য মিডিয়ায় হামলায় একটু চাইপা নিউজ করার ভবিষ্যৎ আত্মঘাতীই হবে। কাকের মাংস কাকে খাইলে সমস্যা।
এভাবে মিডিয়ার স্বাধীনতা নষ্ট হতে থাকলে সাগর-রুনিদের সংখ্যাও বাড়তে থাকবে। ডরে ভয়ে সঠিক খবর পৌঁছাবে না মাস পিপলের কাছে। আর সেই সুযোগে খবিশ দালাল সাংবাদিকরা হলুদ সাংবাদিকতা করে যাবে নির্লজ্জের মত আরো বেশি করে।
এই হামলার ঘটনায় ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, “সাংবাদিকদের উপর হামলা হয়েছে, কই? কোনো পত্রিকায় তো উঠেনি। সব ক্ষেত্রেই ইসির কাছে অভিযোগ দিতে হবে কেন। ইসি তো আইনশৃঙ্খলা বাহিনীকে আগে থেকেই এসব ব্যাপারে নির্দেশনা দিয়েই দিয়েছে। সাংবাদিকরা স্থানীয় পুলিশের কর্মকর্তাদের কাছে অভিযোগ জানাতে পারেন।"
- নির্লজ্জ আর মেরুদন্ডহীন আচরণ দেখাচ্ছে নির্বাচন কমিশন। তারা যদি আইনশৃঙ্খলা বাহিনীকে আগে থেকেই এসব ব্যাপারে নির্দেশনা দিয়ে থাকে, তাহলে সি নির্দেশনা কি ছিলো? হামলাকারীদের ছাড় দেয়ার নির্দেশনা?
অনলাইনের চেতনা ব্যবসায়ীরা ছোট ছোট নগন্য বিষয়ে বিতর্ক তুলে এসব হামলা, জোচ্চুরি থেকে সরিয়ে রাখতে চাইবে। এই গুরুত্বপূর্ণ সময়ে ওদের প্রোপাগান্ডা মূলক তথ্য নিয়ে বিতর্কে না যেয়ে ফোকাস রাখা দরকার বাস্তবে কি হচ্ছে। বাস্তবের চেয়ে মিডিয়ায় কমই আসছে। শহর, মফস্বলের বাইরে কয়টা খবরই বা আসে!
২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৭
জাহিদ শাওন বলেছেন: নিজেরা মার খেয়েও যদি চুপ থাকে তাহলে আর কিছু করার নেই। ভবিষ্যতে তেল বাজি আর উপভোগই করা লাগবে।
২| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৪
চাঁদগাজী বলেছেন:
ঢাকা-১ এলাকায় প্রার্থী কে কে?
২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৬
জাহিদ শাওন বলেছেন: মহাজোট থেকে আওয়ামী লীগের সালমান এফ রহমান। ঐক্যফ্রন্টের প্রার্থী নেই, বাতিল হয়েছে। জাতীয় পার্টির সালমা ইসলাম আছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। সালমা ইসলাম আবার যুগান্তর আর যমুনা পরিবারের।
৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৭
রাজীব নুর বলেছেন: আমার ধারনা এ কাজ গুলো হেলমেট ওয়ালারা করছে।
২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৮
জাহিদ শাওন বলেছেন: আপনি এখনো ধারণায় আছেন! হা হা রিঅ্যাক্ট না থাকায় দিতে পারলাম না।
৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৭
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আপনি এখনো ধারণায় আছেন! হা হা রিঅ্যাক্ট না থাকায় দিতে পারলাম না।
ওরা জামাত শিবির।
৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪২
জাহিদ শাওন বলেছেন: হা হা। হতে পারে। কিন্তু পুলিশ কেন জামাতরে কিছু করলো না! আফসোস!
৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬
মাহমুদুর রহমান বলেছেন: কিছু বলার নেই।
২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫
জাহিদ শাওন বলেছেন: সাংবাদিকরাই কিছু বলতে চাইছে না। আমি আর আপনি বলে কি ই বা হবে।
৭| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২০
ঢাবিয়ান বলেছেন: মিডিয়ায় ছড়ানো হয়েছে কোটি কোটি টাকা । এরপরেও যারা টাকার কাছে বিক্রি হয়নি তারা জানের ভয়ে চাইলেও কিছু করতে পারছে না। এক নামকরা পত্রিকার সম্পাদক প্রকাশ্যে বলেছে সে কথা।
৮| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩১
জাহিদ শাওন বলেছেন: এগুলো আসলে অপ্রকশিত সত্য। এই ফাঁকে খবিশেরা আরো সক্রিয় হয়ে অস্বচ্ছ আর হলুদ সাংবাদিকতা করছে।
৯| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩৩
সাইন বোর্ড বলেছেন: মনে হচ্ছে সামনে এখনো আরো অনেক কিছু দেখতে হবে ।
২৬ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৪:১৪
জাহিদ শাওন বলেছেন: আর কি দেখতে চান? বা দেখবেন আশা করছেন?
©somewhere in net ltd.
১| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৩
বাকপ্রবাস বলেছেন: আমাদের সাংবাদিক মহল এর কাজকারবার আর মিডিয়া এবং টকশোগুলো বমি উদ্রেক কারক হয়ে পড়েছে