নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলমান জীবনদৌড়ের গল্পে লেখার মত স্থির কিছুর অপেক্ষায়

জাহিদ শাওন

আরেকটু ভাল থাকার চিন্তায় আমাদের আর ভাল থাকাটাই হয়ে উঠে না

জাহিদ শাওন › বিস্তারিত পোস্টঃ

নির্বাচনের আগে ও পরে নির্বাচন ইস্যুতে গণধর্ষণ! কোথায় এসবের শেষ?

০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩৫

ছবিঃ সংগৃহীত

চার সন্তানের মা ধর্ষিত। কারণ তাদের মার্কায় ভোট না দেয়া। আর পুলিশ বলেছে এটা নির্বাচন সংশ্লিষ্ট ঘটনা নয়।
এই খবর এখন সব পত্রিকাতেই আছে তারপরও ডেইলি স্টারের লিংকটা দিচ্ছি।
ধানের শীষে ভোট দেওয়ায় ৪ সন্তানের মাকে ‘আওয়ামী লীগ কর্মীদের গণধর্ষণ’

নির্বাচনের আগেও এমন আরেকটি ঘটনা ঘটেছে রাজবাড়িতে। সাবেক ইউপি সদস্যকে গণধর্ষণের অভিযোগ(পত্রিকার ভাষ্যমতে) উঠেছিল। তারা তাঁকে প্রথমে লাঠিপেটা করে, তারপর নিয়ে যায় অদূরের এক মাঠে এবং তিনজন পালাক্রমে তাঁকে ধর্ষণ করে। এরই মধ্যে খোঁজাখুঁজির খবর তিনজনের একজন মোবাইল ফোনের মাধ্যমে পেয়ে যায়। তখন তারা ঘাবড়ে গিয়ে ওই নারীকে তার বাড়িতে পৌঁছে দেয় এবং মুখ না খোলার জন্য শাসিয়ে যায়।
কালের কণ্ঠঃ নির্বাচনকে কেন্দ্র করে সাবেক ইউপি সদস্য গণধর্ষিত!

জ্বি এরাই এবং নির্লজ্জের মত এদের সমর্থন দেয়া চেতনাধর্ষকের দল আসবে চেতনা শেখাতে। এরাই মুক্তিযুদ্ধে দুই লাখ মা বোনের ইজ্জতের কথা বলবে সাথে বলবে একমাত্র একটা দলই মুক্তিযুদ্ধের সপক্ষের দল। এরপরো কি বুঝা হবে না এরা জাস্ট ব্যবসা করছে চেতনা শব্দ নিয়ে।

এরা বলবে এসব বিচ্ছিন্ন ঘটনা। অথচ বিচ্ছিন্ন ঘটনা হচ্ছে প্রতিদিনের দৈনিকে অন্তত একদিনের জন্য এদের কুকর্ম না পড়া। বিচ্ছিন্নই যদি হয় তাহলে সবসময়ে কেন তারাই ধরা পড়ে?

এরা আবার বলবে ধর্ষকের জন্যতো কোন দল থাকে না,দলের নামে কেন শিরোনাম হচ্ছে। অথচ এরা এটা স্বীকার করে না ওই দলের অসীম ক্ষমতার দৌরাত্ম্যের জন্যই এসব কাজ করার দুঃসাহস পায়। এমনকি বন্ধ না হয়ে বেড়েই চলেছে তাদের এই দৌরাত্ম্য।

এরা আরো বলবে মুক্তিযুদ্ধের এই দলের ভূমিকার কথা এবং এখন যা হচ্ছে তা তাদের ব্লেম করা হচ্ছে। অথচ ভুদাই পাবলিক এটা বুঝে না মুক্তিযুদ্ধ এই দলের ওই সময়ের বীরেরা করেছে। এই দল করা এখনকার কুলাঙ্গারদের কাজ চাপা দিতে এরা সেই বীরদের কথা টানে। নির্লজ্জের মত ব্যবসা করতে চায় বীরদের নিয়েও।

এরা কয়দিন পর পারলে বলবে ধর্ষণ করলেও এরাই সবার চেয়ে ভালো। অন্যদের মত না।তাই এদেরই ক্ষমতায় থাকা লাগবে হোক সেটা গুম,খুন,ধর্ষণ আর হরিলুটের নির্বাচনের মাধ্যমে।

আরেকদল আছে এসব নিয়ে কথা বললেও বলবে নিরপেক্ষ ভাবে বলতে। ধর্ষণ নিয়ে কথা বলতেও নিরপেক্ষতা কি হতে পারে জানা নেই। এরা হয়তো নিরপেক্ষ বলতে বুঝায় এই দলের ধর্ষণ নিয়ে লিখেছোতো ওই দলের একটার কথাও একইসাথে লিখতে হবে। এরা বর্তমানে কি হচ্ছে এর তোয়াক্কা করতে চায় না। অতীতের সাথে পাল্লা দিয়ে খারাপি করবে আর খারাপি সমর্থন করবে।

এই 'এরা' কারা, সবাই জানে। কেউ চুপ থাকে। কেউ ছুপায়া থাকে ইস্যু চাপা পড়লেই উন্নয়নের হাত তালি দেয়ার জন্য। আর কেউ নির্লজ্জের মত এদের হয়ে কথা বলতে থাকে সবসময়েই। আর যারা এদের খারাপির বিরুদ্ধে কথা বলবে তাদের বিরোধী দলের ট্যাগ দিতে প্রস্তুত থাকে এরা।

অথচ ধর্ষক,খুনীর জন্য নিতম্বের মত দুইভাগে ভাগ হওয়ার কথা না। একসাথে এদের বিচার চাওয়ার কথা।

একাত্তরের মা-বোনদের উত্তরসূরি মা-বোনদের উপর অবিচার হলে চুপ থেকে যারা বলে তারাই একমাত্র একাত্তরের মা-বোনদের পক্ষের শক্তি তাদের চিনে রাখেন। এরা দলের প্রতি এতই দাসত্ব স্বীকার করেছে যে নিজেদের কেউ এমন ঘটনা ফেস করলেও হয়তো বলবে এই দলই একমাত্র অন্যদের চেয়ে ভালো তাই এসব বিচ্ছিন্ন ঘটনা নিয়ে বিভেদ না হওয়াই ভালো।

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৯:০০

তারেক ফাহিম বলেছেন: :( :((

০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৯:১৪

জাহিদ শাওন বলেছেন: এছাড়া উপায়ও বা কী!

২| ০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৯:১৮

ঢাবিয়ান বলেছেন: ১৯৭১ দেখিনি। তবে পাক হানাদারেরা কেমন ছিল তা এখন বুঝতে পারছি।

০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩৬

জাহিদ শাওন বলেছেন: Sigh!

৩| ০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৯:১৯

উম্মু আবদুল্লাহ বলেছেন: এর আগে নড়াইলে আওয়ামী লীগের পোলিং এজেন্ট পূর্নিমাকে ধর্ষন করার ঘটনা নিয়ে আওয়ামী লীগ সেকি তান্ডব নৃত্য দেখিয়েছিল। পূর্নিমার ধর্ষন সংক্রান্ত ঘটনাটি ছিল অত্যন্ত নিন্দনীয়, পাশবিক এবং হৃদয় বিদারক। আওয়ামী লীগ সাফল্যের সাথে এই ঘটনাকে বিশ্বময় প্রচার করেছিল বিএনপির বিরূদ্ধে। কিন্তু এইসব ঘটনা যে আওয়ামী লীগের ক্যাডার বাহিনী অনবরত প্রায় প্রতিদিনই কয়েনটা করে ঘটাচ্ছে তা নিয়ে কারো কোন মাথাব্যথা নেই। যেন ধরেই নেয়া হয়েছে বিএনপি সমর্থকদের উপরে এসব হামলা জাস্টিফাইড। রাজাকারমুক্ত বাংলাদেশ গড়ার জন্য সামান্য কোল্যাটারাল ড্যামেজ।

০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩৫

জাহিদ শাওন বলেছেন: ভাল বলেছেন। পূর্ণিমা শীলের মত প্রতিটি ধর্ষনের ঘটনাই সমান গুরুত্বের। অথচ দুর্ভাগ্যজনক বর্তমানে সেটা নেই।

৪| ০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৯:২১

রাজীব নুর বলেছেন: ইংরেজি নববর্ষের শুভেচ্ছা

০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩৭

জাহিদ শাওন বলেছেন: ঠিক!

৫| ০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩৮

আফসানা মারিয়া বলেছেন: নির্বাচনের সহিংসতার নামে ধর্ষণ মেনে নেওয়া যায় না।

০২ রা জানুয়ারি, ২০১৯ রাত ১২:১৯

জাহিদ শাওন বলেছেন: কোন সহিংসতাই মেনে নেয়ার নয়

৬| ০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪৫

যোখার সারনায়েভ বলেছেন: মানুষ রুপী কুকুর গুলো সব জায়গায় আছে।

০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪৩

জাহিদ শাওন বলেছেন: ঠিক!

৭| ০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫৬

নাহিদ০৯ বলেছেন: নির্বাচনে কাজ করার জন্য একটা ছোট্ট পাড়া থেকেই কয়েক ডজন নতুন নেতা (কর্মী নয়) তৈরি হয়েছে। এরা শুধু টাকার বিনিময়েই যে নেতা হয়েছে তা নয়, কেউ কেউ নিজের আধিপত্য বিস্তার করার জন্য নেতা হয়েছে। আবার যে টাকা তাদের জন্য বরাদ্দ ছিলো তা কমতে কমতে এতটাই কম এসেছে যে বিড়ি’র টাকাও হয় না।

সেক্ষেত্রে নতুন এসব নেতা ক্ষমতা পেয়েই প্রথমে ব্যক্তিগত ক্ষোভ মেটাবে। যারা কিশোর তারা প্রেম ঘটিত ব্যাপারের জের ধরে রেইপ করতেও দ্বিধা করবে না, এলাকায় বাঁকি না পাওয়ায় এখন সেসব দোকান লুট করতে ক্ষমতা ব্যবহার করবে। এটা পানির মতো পরিস্কার।

এরকম স্বাভাবিক ঘটনা এর বিচার চাওয়াই বরং অস্বাভাবিকতার সৃষ্টি করবে।

০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪৩

জাহিদ শাওন বলেছেন: বিচার চাওয়া যাবে না?

নতুন তো আছেই। ঠিক নতুনও না। ১০ বছরের জবাবদিহিতাহীন একটা লং টার্মের ক্ষমতাই এদের এতো দুঃসাহস দিয়েছে।

আর এই ঘটনায় প্রেম ছিলো না যেহতু তিনি চার সন্তানের জননী। রাজবাড়ির ঘটনার মহিলার বয়সও ৪০ বছর।

৮| ০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ১০:১৯

কালীদাস বলেছেন: দেখেন লীগের দলকানাগুলো কি ব্যাখ্যা দেয়। খুব ভাল চান্স আছে, বৃহত্তর জামাতের বিএনপি শাখার ঘাড়ে দোষ চাপানোর :D

০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪৬

জাহিদ শাওন বলেছেন: আপাদত এই অবস্থা হওয়ার চান্স নেই, মিডিয়া ভালোভাবেই কভার করেছে এটা। তবে তারা এখন একটু শীতনিদ্রায় থাকবে। আর কয়েকজন তাল মিলিয়ে দুদিন পরেই পল্টি খাবে।

৯| ০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪০

সাইন বোর্ড বলেছেন: এ দেশে এখন সবই সম্ভব ।

০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪৬

জাহিদ শাওন বলেছেন: ঠিক!

১০| ০২ রা জানুয়ারি, ২০১৯ রাত ১:০৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: এই লজ্জা ঢাকবো কি করে!!!

০২ রা জানুয়ারি, ২০১৯ রাত ৩:৪৮

জাহিদ শাওন বলেছেন: আশ্রয়দাতাদের যদি লজ্জা থাকতো তাহলে হয়তো এসব বন্ধ করার চেষ্টা করতেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.