নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরেকটু ভাল থাকার চিন্তায় আমাদের আর ভাল থাকাটাই হয়ে উঠে না
বেলা ভেদে নতুন আকুতি নেই আর
সকাল বিকাল বা রাতে একই হাহাকার।
আলো ছায়ার খেলা চোখে লাগে
মন ছুঁয়ে যায় না চোখ
অভ্যন্তরীণ অন্ধকার রয়ে যায় অগোচরে।
জোনাকির আলো পরিমাণ আলোও নেই
আসলে জোনাকিই নেই
হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে
নিখোঁজ বিজ্ঞপ্তিতেও খোঁজ মিলেনি
চোখের সামনে হারালে খুঁজে পাওয়া যায় না।
চাঁদের আলোয় মন পুড়ে যায়
দূরের খসে যাওয়া তারারাও জানান দেয়
হৃদয় হেরে যায় বারবার।
বিধ্বস্ত হৃদয় চোখ ছলছলানিতেও মানে না
জোর করে ঘুম হয় না
না চেয়েও হয় হাহাকার
আর খোঁজ না রাখা দীর্ঘশ্বাস।
আধোঘুম ভেঙে
বিষাদ ডুবে যায় নিকোটিনের বিস্বাদে।
বিষাদগ্রস্ত চোখে ঘুম হয়? নাকি ঘুম ভেঙে বিষাদে ঘোলাটে হয় চোখ?
১২ ই জুন, ২০২০ সকাল ১০:৫১
জাহিদ শাওন বলেছেন: ধন্যবাদ
২| ১২ ই জুন, ২০২০ রাত ৩:০৪
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
১২ ই জুন, ২০২০ সকাল ১০:৫৪
জাহিদ শাওন বলেছেন: ধন্যবাদ।
কঠিন জানা নেই।
৩| ১২ ই জুন, ২০২০ রাত ৩:১৭
সেলিম আনোয়ার বলেছেন: টাইপো আছে ঠিক করে নিবেন।
১২ ই জুন, ২০২০ সকাল ১১:০১
জাহিদ শাওন বলেছেন: বলতে পারেন শুধরে নেই
©somewhere in net ltd.
১| ১২ ই জুন, ২০২০ রাত ১২:২৬
নেওয়াজ আলি বলেছেন: লেখা ভালো লেগেছে।