নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরেকটু ভাল থাকার চিন্তায় আমাদের আর ভাল থাকাটাই হয়ে উঠে না
বৃষ্টি নামে কালে অকালে
শুধু আধভেজা হয় না আরেকবার
হীম হয়ে যাওয়া আঙুলে আঙুলে
হয় না উষ্ণতার তালাশ!
আরেকবার আরেকবার করে অনেকবার
সন্ধ্যা আসুক
ধুলো উড়িয়ে ঠান্ডা হোক এই শহর
কোলাহল শূন্য হয়ে উঠুক নগরীর পিচঢালা পথ
শুধু থাকবে হাতে হাত পেঁচিয়ে
আমাদের দ্বৈত মিছিল।
তারপর যে কোন এক চা দোকানে
জুবুথবু হওয়া বুড়োর খবরাখবর নিতে নিতে নোনতা বিস্কুটে কামড়
ধোঁয়া উঠা চায়ের কাপে চুমুক রেখে
তোমাকে বলে উঠবো, আমার সাথে জুবুথবু হবে?
আরো কয়েক হাজার সন্ধ্যাবৃষ্টি তে পথ চলবে?
১৯ শে জানুয়ারি, ২০২৪ রাত ১২:৫৬
জাহিদ শাওন বলেছেন: অনেক ধন্যবাদ
২| ১৯ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৪৯
এম ডি মুসা বলেছেন: গতকাল রাত্রে আমাদের এখানে বৃষ্টি হয়েছে ঘটনা কি?
৩| ১৯ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১:১৮
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
৪| ২০ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৩০
বিজন রয় বলেছেন: একটি নিরেট, নিখুত, নিপাট কবিতা পড়লাম।
একটু বেশি বেশি পোস্ট দিলে আমরা উপকৃত হবো।
শুভকামনা রইল।
৫| ২১ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।
©somewhere in net ltd.
১| ১৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:২৫
নয়ন বড়ুয়া বলেছেন: বাহ কবি...