নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলমান জীবনদৌড়ের গল্পে লেখার মত স্থির কিছুর অপেক্ষায়

জাহিদ শাওন

আরেকটু ভাল থাকার চিন্তায় আমাদের আর ভাল থাকাটাই হয়ে উঠে না

জাহিদ শাওন › বিস্তারিত পোস্টঃ

স্বৈরাচার যেমন ধ্বংসাত্মক, সাধারণ মানুষের ক্ষোভও তেমনি ধ্বংসাত্মক হয় স্বৈরশাসকের প্রতি

১৫ ই আগস্ট, ২০২৪ রাত ১১:৪১

ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধুর বাড়িতে ভাঙচুর, আগুন দেয়াটা ছিল অতি উৎসুক জনতার একটা মারত্মক কাজ, তবে এটা স্বৈরাচার পতনের একটা কনসিকোয়েন্স। ঐতিহাসিক ভাবে দুটো কারণে এই কাজটা ছিলো মারাত্মক।

১। একটা জাতিকে শোষণের বিরুদ্ধে মাথা উঁচু করে একই জায়াগায় দাঁড় করানোতে বঙ্গবন্ধুর যে অবদান সেটা নিয়ে নতুন করে কিছু বলার নেই আসলে। সুতরাং ঐতিহাসিক ভাবে মুক্তিযুদ্ধের স্বারক হিসেবে এর গুরুত্ব অবশ্যই অনেক।

২। একজন সাধারণ মানুষ থেকে বঙ্গবন্ধু হয়ে ওঠা এই মানুষই আবার দেশ স্বাধীনের পর বদলে যান। ক্রমান্বয়ে ৭২ থেকে ৭৫ হয়ে উঠেন স্বৈরাচারী, গঠিত হয় বাকশাল। যেটার কনসিকোয়েন্স হিসেবে জন্ম নেয় আরেক ইতিহাস ১৫ আগস্ট, ১৯৭৫। যেটা নিয়ে অনেক তর্ক-বিতর্ক। ইতিহাসের সবটাই রাখতে হয়। অথচ পতিত হওয়া স্বৈরাচার ইতিহাস কপচিয়ে গেছে এক পাশ থেকে, পক্ষপাত ভাবে। বাকশালের স্বারক হিসেবেও এই বাড়ি গুরুত্বপূর্ণ।

এই ২ টা কারণেই এই ৩২ নম্বরের বাড়ি অক্ষত থাকা জরুরী ছিল। একই সাথে সংগ্রাম আর স্বৈরাচারের স্বারক লেগে আছে দেয়ালে দেয়ালে, এরকম গুরুত্বপূর্ণ আর কয়টা স্থাপনা আছে?

পরবর্তী প্রজন্ম কে ৩২ এ প্রবেশের সময়ে বলা যায়, ৭১ পর্যন্ত তিনি যেমন ছিলেন এরকম বিপ্লবী হতে হবে দেশের জন্য।
আবার এটাও বলা যায়, ৭১ এর পরে তিনি যেমন ছিলেন তা হওয়া যাবে না কারণ সেটা আত্মঘাতী দেশের জন্য এবং নিজের জন্য।

আরেকটা কারণ আছে। যেটার প্রভাব এখন খুব একটা পড়বে না। কিন্তু আগত দিনে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুর সাথে নতুন করে যুক্ত হবে এই ভাঙচুরের গল্প আরো কয়েকগুণ বাড়িয়ে। যেটা বেচে ২০২৪ এ ঘটা এই গণহত্যার ইতিহাস পাশ কাটাতে যাবে।

তবে হ্যাঁ পরবর্তী কোন সরকার যদি পূর্বের মত গনবিরোধী হয়ে না উঠে সেক্ষেত্রে এই গল্প যতই করুক সেটা একটু কমই আমলে নিবে মানুষ। কিন্তু বাঙালি জাতি হিসেবে ক্ষমতা পেলে সবকিছুর আগে গনবিরোধীই হয়ে উঠে এটাই হলো সবচেয়ে বড় সমস্যা।

৩২ এ উৎসুক জনতা যা করেছে তার দায় সম্পূর্ণ স্বৈরাচারী শেখ হাসিনার। বিগত ১৫ বছরেরও বেশি সময়ে যে পরিমাণ চেতনা ব্যাবসা করেছে তাতে মানুষের যত ক্ষোভ ছিল সব উতলে উঠেছিল। গণহত্যা কায়েম করে স্বজন হারানোর যে নাটক করেছিলো তা মানুষের মনে ভস্মীভূত ছিল।

স্বৈরাচার যেমন ধ্বংসাত্মক, সাধারণ মানুষের ক্ষোভও তেমনি ধ্বংসাত্মক হয় স্বৈরশাসকের প্রতি।

সাধারণ মানুষ যে ভাঙচুর করেছে এর সবটাই একটা দুর্বিষহ স্বৈরাচার সরকার পতনের কনসিকোয়েন্স। এটা থামানো সহজ ছিল না, সহজ না। কেবল যতটুকু নিয়ন্ত্রণের চেষ্টা করা যায়, ক্ষয়ক্ষতি কমানো যায় সেটাই একমাত্র উপায়।

কনসিকোয়েন্স ছিলো বলেই শুধু ৩২ এ বঙ্গবন্ধুর বাড়িই পোড়েনি, পুড়েছিল মেইন রোড লাগোয়া সান্তুর রেষ্টুরেন্টও!

জলের গানের, রাহুল আনন্দ এর বাসায় আগুনও ছিলো সেই কনসিকোয়েন্স এর স্বীকার। আর এই কথাটা পরিচিত অনেকের সাথে তখনই বলেছিলাম। আর সেটাকে পুঁজি করে নির্লজ্জ ভাবে গদি ছাড়ার পরেও ছড়ানো হয়েছে সাম্প্রদায়িক উষ্কানির প্রোপাগাণ্ডা। জলের গান কোন বিবৃতি না দিলে সেটা হয়তো এখনও চলমান থাকতো।

মুক্তিযুদ্ধের সাথে সাথে, স্বাধীনতা পরবর্তী যতগুলো স্বৈরশাসন কায়েম হয়েছে সবগুলো প্রতিনিয়ত মনে রাখতে হবে। যারমধ্যে ২০২৪ এর স্বৈরাচারী কায়েম করেছে একটি গণহত্যার।

স্বৈরাচার পতনের কনসিকোয়েন্স এ অনেক কিছুই হবে যা কেউই চায় না। কিন্তু সেই কনসিকোয়েন্স কে বড় করে দেখতে যেয়ে ২০২৪ এর এই আন্দোলন, গণহত্যা যাতে কোনভাবেই ছোট না হয়।
এখন সময় বিভাজনের না। সময় এখন স্বাধীনতার নতুন স্বাদে নতুন করে দেশ গড়ার।

মন্তব্য ১১ টি রেটিং +৪/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০২৪ রাত ১১:৫৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:





গার্বেজ পোস্ট।

১৬ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৫২

জাহিদ শাওন বলেছেন: খুব বেশি জ্বলে যাচ্ছে? মলম ব্যবহার করুন।

২| ১৬ ই আগস্ট, ২০২৪ রাত ১২:২৩

ভুয়া মফিজ বলেছেন: চমৎকার লিখেছেন। পড়ে শান্তি পেলাম।

১৬ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৫২

জাহিদ শাওন বলেছেন: ধন্যবাদ

৩| ১৬ ই আগস্ট, ২০২৪ রাত ৩:০৬

কামাল১৮ বলেছেন: একজন বলছে গার্বেজ আরেক জন বলছেন পড়ে শান্তি পেলাম।কারটা ভুয়া বোঝা মুসকিল।

১৬ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৫৩

জাহিদ শাওন বলেছেন: সেটাতো নিজ বিবেচনার বিষয়।

৪| ১৬ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:১৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: ১৫ বছরে শেখ হাসিনা যে খুন, গুম, রক্তারক্তি করেছে সেই তুলনায় কিছুই করা হয়নি। আওয়ামীলীগ এই জায়গায় থাকলে ১০ গুণ বেশী করতো। আওয়ামীলীগের সাথে রাস্তার মারামারিতে কেউ পারে না (কারণ এতো বেশী গুন্ডা পাণ্ডা অন্য কোন দলে নাই)। ব্যতিক্রম হল এই বারের নতুন প্রজন্মের ছাত্ররা। অনেকে রাগে, অপমানে এদেরকে শিবির ট্যাগ করার চেষ্টা করছে। যেটা ঠিক না। এরা দলকানা। শেখ হাসিনার হত্যা, গুম, রক্তারক্তির কারণে ঘটেছে এই অভূতপূর্ব আন্দোলন। সেটার পার্শ্বপ্রতিক্রিয়া কিছুটা থাকবেই। কয়েকদিন পরে ঠিক হয়ে যাবে। বঙ্গবন্ধু যে ভালো মন্দ মেশানো একজন মানুষ ছিলেন এটা প্রচার করার দরকার আছে। অনেকে ওনাকে দেবতার পর্যায়ে নেয়ার চেষ্টা করেছে বলেই সমস্যাগুলি হয়েছে।

১৬ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৫৬

জাহিদ শাওন বলেছেন: দুর্দান্ত বলেছেন। এই চিন্তাধারার প্রসারই পারে দিতে গণমানুষের কাঙ্খিত মুক্তি।

৫| ১৯ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:২৬

হাসিব শান্ত বলেছেন: মোহাম্মদ সাজ্জাদ হোসেন স্যার রে যে রিপ্লে দিয়েছেন।

২০ শে আগস্ট, ২০২৪ রাত ১০:৪৬

জাহিদ শাওন বলেছেন: প্রাপ্যের চেয়ে অনেক কমের চেয়েও কম

৬| ১৯ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:২৬

হাসিব শান্ত বলেছেন: মোহাম্মদ সাজ্জাদ হোসেন স্যার রে যে রিপ্লে দিয়েছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.