নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলমান জীবনদৌড়ের গল্পে লেখার মত স্থির কিছুর অপেক্ষায়

জাহিদ শাওন

আরেকটু ভাল থাকার চিন্তায় আমাদের আর ভাল থাকাটাই হয়ে উঠে না

জাহিদ শাওন › বিস্তারিত পোস্টঃ

প্রত্যাখ্যান

০১ লা অক্টোবর, ২০২৪ রাত ১০:১৭


যে সুন্দর দিন আবার ফিরে আসার আকুতি রাখে না
সেদিনের সৌন্দর্য আমি প্রত্যাখ্যান করি।
আমি প্রত্যাখ্যান করি
মিথ্যে বুলি আওড়ানো এককেটা স্তুতিমূলক বাক্য।

আমি প্রত্যাখ্যান করি, সেই চায়ের কাপ
যেখানে দ্বিতীয়বার চুমুকের আকুতি হয় না।
আমি প্রত্যাখ্যান করি তুমি, তুমি মিশে থাকা প্রত্যেকটা ঘটনা।
যে ফিরে আসার আকুতি রাখে না
তাকে আমি প্রত্যাখ্যান করি।

আমি প্রত্যাখ্যান করি মনস্তাপের সেই পথ
যেপথে ধূলি উড়িয়ে তোমার বিচারণ
বাতাসে বেজে উঠে
হৃদয় খুন করা নুপুরের আন্দোলন।

প্রতিরাতে খুন হই আমি
মস্তিষ্কে জেগে উঠা তোমার চুলের গন্ধে
আমি প্রত্যাখ্যান করি, তোমাকে প্রত্যাখ্যান করার ইশতেহার।
কবি হয়ে উঠে ইশতেহার অস্বীকার করা রাজনীতিবিদ।

আমি প্রত্যাখ্যান করি আমাকে
প্রত্যাখান করি আমার মুক্তির সনদ
শুধু বেঁচে থাকুক, বন্দি থাকুক
তোমাকে প্রত্যাখ্যান না করার আজন্ম পাপ।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০২৪ রাত ১০:৫৫

ব্লগ সার্চম্যান ২ বলেছেন: ভালো না হলে প্রত্যাখ্যান করাই শ্রেয়। তাতে কিছু তা পাপ হলেও ক্ষতি নেই। অসাধারণ ভালো লিখেছেন ভ্রো।

০১ লা অক্টোবর, ২০২৪ রাত ১১:২৬

জাহিদ শাওন বলেছেন: প্রত্যাখ্যান সহজ হয় না মনোবিরোধীতায়।

ধন্যবাদ আপনাকে

২| ০২ রা অক্টোবর, ২০২৪ রাত ৩:৪০

আজব লিংকন বলেছেন: সুন্দর লিখেছেন। পড়ে বেশ ভালো লাগলো।

০৩ রা অক্টোবর, ২০২৪ দুপুর ১:১৭

জাহিদ শাওন বলেছেন: অনেক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.