| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
জাহিদ শাওন
	আরেকটু ভাল থাকার চিন্তায় আমাদের আর ভাল থাকাটাই হয়ে উঠে না

তোমারে এক নজর দেখার লাইগা
তোমার ধরা পথে, কত যে ধুলা মাড়াইছি
প্যান্টের ভাজে, জুতার ভেতর কত বালি কুড়াইছি
একটা ইমারত বানাইলে হয়তো দেখান যাইতো।
তোমারে এক নজর দেইখা 
হৃদয়ে নেশার মতন কাপঁন —
তোলার যে পায়তারা 
কোন রিহ্যাবে তা সারণ যায় না।
মাইলের পর মাইল পাড়ি দিয়া
জন্মের ক্লান্তি চোখেমুখে নিয়াও
তোমারে এক নজর দেখোনের যে আকুতি 
ঘোলা চোখে —
সেইটা লিখতে গেলে হইয়া যাবে ইতিহাস।
তোমারে এক নজর দেখতে না পাইরা
শহরের রাস্তায় রাস্তায় মানুষ দেইখা বেড়াইছি।
না, তোমারে খুঁজি নাই —
তোমারে না দেখার চেয়েও, দেখতে চাওয়ার যে আকুতি
সেইটা তাড়ায়া বেড়ায় পথ থেকে পথে।
 
১৩ ই সেপ্টেম্বর, ২০২৫  সকাল ১০:৪২
জাহিদ শাওন বলেছেন: অনেক ধন্যবাদ
২| 
০৫ ই সেপ্টেম্বর, ২০২৫  সকাল ১০:০০
সাইফুলসাইফসাই বলেছেন: চমৎকার কবিতা
 
১৩ ই সেপ্টেম্বর, ২০২৫  সকাল ১০:৪২
জাহিদ শাওন বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে
৩| 
০৫ ই সেপ্টেম্বর, ২০২৫  সকাল ১০:১২
অপ্সরা বলেছেন: খুবই সত্যিকারের কথাগুলি ......এমনই মনে হলো কবিতায়...... ![]()
 
১৩ ই সেপ্টেম্বর, ২০২৫  সকাল ১০:৪৩
জাহিদ শাওন বলেছেন: কবিতা মিথ্যা হয় না
৪| 
০৫ ই সেপ্টেম্বর, ২০২৫  দুপুর ১২:১৬
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
 
১৩ ই সেপ্টেম্বর, ২০২৫  সকাল ১০:৪৩
জাহিদ শাওন বলেছেন: ধন্যবাদ
৫| 
০৫ ই সেপ্টেম্বর, ২০২৫  বিকাল ৪:২৪
বিজন রয় বলেছেন: সুন্দর। আবেগ তাড়িত। প্রেমময়।
 
১৩ ই সেপ্টেম্বর, ২০২৫  সকাল ১০:৪৩
জাহিদ শাওন বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৫ ই সেপ্টেম্বর, ২০২৫  রাত ৩:৩২
বক্সমেইল বলেছেন: সুন্দর কবিতা