![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোট বেলা থেকে সনি চ্যানেলে সি আই ডি সিরিয়াল টি নিয়মিত দেখি।সারা সপ্তাহ জুড়ে টিভি রিমোর্ট নিয়ে আমার মাথাব্যথা থাকেনা কিন্তু যে দিন সি আই ডি থাকে সেইদিন আমি সঠিক সময়ে টিভির সম্মুখে উপস্থিত।সিনেমা খুব কম দেখি কিন্তু সিংঘাম বা চুলবুল পান্ডের দা বাং দেখতে ভুল হয়না।প্রথম প্রথম আমার বড় বোন সি আই ডি দেখায় বাগড়া দিত।পরে আম্মুর চাপে পিছু হটে।পুলিশের বাহাদুরি এবং কর্ম দক্ষতা নিয়ে যত দেশি বিদেশি সিনেমা বা সিরিয়াল আছে আমি সব দেখি।পুলিশ কে আমি ভালোবাসি।আমার প্রত্যাশিত চাকরির তালিকার সবার উপরে পুলিশ।বিসিএস এ পদ সমূহ পছন্দক্রমে প্রথমে দিয়েছি পুলিশ।
কিন্তু পত্রিকার পাতা উল্টালে যখন পুলিশ নামক রক্ষকের আড়ালে কিছু জালিমের আচরণ পড়ি মর্মাহত হয়।একটি দেশের পুলিশ সে দেশের সমস্যা সমাধানের প্রধান হাতিয়ার।একজন সৎ, দায়িত্ববান, কর্মদক্ষ পুলিশ প্রথম সারির ভালো মানুষ।
তেমনি একজন খারাপ পুলিশ অফিসার হয়তো সবচেয়ে খারাপ।গত কয়েকটা ঘটনা পর্যালোচনা করি,
গতকাল মিরপুরে পুড়িয়ে মেরেছে এক গরিব দোকানদার কে।সেদিন বাংলাদেশ ব্যাংকে কর্মরত এক বড় ভাইকে করলো অত্যাচার। ছাত্রীর শ্লীলতাহানি,ভার্সিটি ছাত্র কে মারধর।বিভিন্ন কর্মকর্তা দের হয়রানি,বয়স্ক ব্যাক্তিদের মারধর।এদের হাত থেকে কেউ রেহাই পাচ্ছেনা।কারা এরা?।
পুলিশ কখনো এত নীচে নামেনি।কোন একটা শ্রেণী পরিকল্পিত ভাবে পুলিশ বিভাগে ঢুকে কি নাশকতা চালাচ্ছে?আমার মতে কতৃপক্ষের উচিৎ পুরো গ্রুপটা কে আইডেন্টিফাই করা।দোষ করার পর শুধু দোষি কে ধরে শাস্তি দিলে এদের নির্মূল করা যাবেনা।গত এক মাসের পত্রিকার প্রধান খবর গুলোই ছিল পুলিশের নির্মম অত্যাচারের কাহিনি।
সর্বশেষে পুলিশের হারানো সম্মান পুনরায় ফিরে আসবে এই প্রত্যাশা করি।
২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৫
শরাফত বলেছেন: এটা হলো আওয়ামীলীগের প্রশাসনকে নির্লজ্জ দলীয়করনের ফলাফল ।
এর দায়ভার তাদেরই নিতে হবে ।
©somewhere in net ltd.
১|
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৮
অগ্নি কল্লোল বলেছেন: প্রত্যাশা আমারও।।
কিন্তু সবাই নিরব।
সরকার,গণমাধ্যম,জনগণ,লেখক সবাই নিরম।।
একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যখন বলা হয়"দেশের রাজা পুলিশ।" তখন সবাই নিরব থাকে কিভাবে।
মাছের রাজা ইলিশ
নব্য রাজাকার পুলিশ।