নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইকনোমিকস আমার প্রফেশন আর সাহিত্য আমার প্যাশন।

জহিরুল ইসলাম কক্স

:)

জহিরুল ইসলাম কক্স › বিস্তারিত পোস্টঃ

বুক রিভিউ

২৯ শে জুন, ২০১৬ রাত ১১:৪৯

বই:শাস্তি
লেখক:গোলাম মাওলা নঈম
প্রকাশক :সেবা প্রকাশনী
প্রকাশনার সময়:২০০৭
প্রচ্ছদ :ভিক্টর নীল
মূল্য:৬৩
রেটিং :৪.৫/৫
কাহিনী সংক্ষেপ:
জেফারসন হলিস্টার,রল্টদের সাথে পারিবারিক লড়াইয়ের সময় দুই নাতনী এঞ্জেলিনা এবং ডরোথি কে হারিয়ে ফেলেছিলেন।তাদের উদ্ধারের আশা যখন প্রায় ছেড়ে দিচ্ছিলেন তখনি তাদের উদ্ধারের কিছুটা আশা দেখা যায়।ভাড়া করেন কার্ল রিডল কে।দায়িত্ব হাতে নিয়ে রিডল অনুভব করেন কাজটা এত সহজ হবেনা।কাজটা হাতে নেওয়ার সময় ঘুনাক্ষরেও ভাবেনি এত কষ্ট হবে।কারন এক নাতনীর খোজ পাওয়া গিয়েছে পশ্চিমে আউট ল দের সবচেয়ে শক্ত ঘাটি হেলস হোলে।হেলস হোল থেকে একজন কে উদ্ধার করতেই খুনের অভিযোগে পালাতে হয়।এদিকে নাতনী দের উদ্ধারে বাধা দিতে বদ্ধপরিকর
উইল শবার,জেফারসন হলিস্টারের ফোরম্যান। দুই নাতনী ফিরে না আসলে সম্পত্তির উত্তরাধিকার হবে উইল শবার।রিডলের পিছনে লেলিয়ে দিয়েছে পঞ্চাশ জনের পাসি বাহিনী। রিডল জানেনা এসবের পিছন থেকে কলকাঠি নাড়ছে ওর জাতশত্রু কর্নেল হিরাম শাটন।যাকে চার বছর ধরে হন্যে হয়ে খুজছে।
হিরাম শাটন,আর্মি তে ক্যাপ্টেন রিডলের বস ছিলেন।মতামতের অমিল হওয়াই নিজেই রিডলের প্রেমিকা কে খুন করে রিডল কে ফাঁসিয়ে দিয়ে রিডলের জীবন টাকে নরক বানিয়ে দিয়েছে । নিজের প্রেমিকাকে ধর্ষণ এবং খুনের দায়ে কোর্ট মার্শাল হয় কার্ল রিডলের।ফায়ার স্কোয়াডে মৃত্যু দন্ড দেয়া হয়।শ্যুট করে নিজ ক্যভালরির এক অফিসার, তাই হয়ত নিশানা নড়ে গিয়েছিল।
প্রকৃতি শুধু কেড়েই নেয়না, কখনো কখনো ফিরিয়েও দেয়।রিডলের ও ফিরে পাওয়ার সময় হয়েছে প্রেম,ভালবাসা,হারানো সম্মান এবং প্রতিশোধ নেয়ার সুযোগ। তাইতো জগতে এত মানুষ থাকতে রিডল এমন একটি কাজ হাতে পেল যে কাজে রিডলের প্রকৃত প্রতিপক্ষ সেই শত্রু, যাকে নিজ হাতে শাস্তি দেয়ার জন্যই এতদিন বেঁচে অাছে সে। তবে এত সহজে নয়।
কাহিনীর প্রতি ধাপে ধাপে একশন। চিরচারিত ওয়েস্টার্ন মধুর প্রেম।শক্ত ও দূর্ভেদ্য প্রতিপক্ষ।বইটি আপনাকে উপহার দিবে একটি টান টান উত্তেজনাময় সময়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.