![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গুস্তাভ - হত্যাকারী
--------------------------
গুস্তাভ -
খুব সাধারন একটি নাম ।
কিন্তু এই একটি নামই কেড়ে নিয়েছিল আফ্রিকার 'বুরুন্দি' অঞ্চলের মানুষের ঘুম ।
অন্তত ৩০০ মানুষের হত্যাকারী হিসেবে দায়ী করা হয় তাকে ।
মানুষ নয় কিন্তু, গুস্তাভ একটি কুমিরের নাম ।
গড় হিসেবে ১৪-১৬ এমনকি ১৮ ফিট লম্বা কুমীর হরহামেশাই খোঁজ মেলে আফ্রিকার নীল নদ অববাহিকায় ও পার্শ্ববর্তী দেশগুলোতে ...
তবে প্রত্যক্ষদর্শী এবং সরকারী তথ্য মোতাবেক 'গুস্তাভ' ছিল অন্তত ২৩- ২৫ ফিট লম্বা ।
পৃথিবীর সবচেয়ে বর কুমীর হিসেবে রেকর্ডটাও তার দখলে ।
মূলত ২০০০ এর শুরু'র দিকে গুস্তাভ এর আক্রমন শুরু হয় 'বুরুন্দি অববাহিকায় । স্থানীয় শিকারি এবং সরকারী বাহিনী গুস্তাভ কে একাধিক বার শিকারের চেষ্টায় ব্যর্থ হলে
প্রখ্যাত প্রাণী বিজ্ঞানী Patrice Faye প্ল্যান করেন গুস্তাভ কে আটক করবেন ।
তিনি তার বাহিনী নিয়ে হাজির হন সেখানে ।
তারা বিশেষভাবে কয়েকটি লোহার খাঁচা বানান যেটি দীর্ঘে প্রায় ২৮ ফুট এবং সেগুলোতে টোপ সহ পানিতে বয়ার সাহায্যে ভাসিয়ে রাখা হয় ফাঁদ হিসেবে । প্রতিটি খাঁচায় ক্যামেরাও লাগানো ছিল । কিন্তু গুস্তাভ এর সাড়া মেলেনি তাতে যদিও তার মানুষ শিকার অব্যাহত ছিল ।
স্থানীয় মানুষ রা মনে করত গুস্তাভ এক প্রেতাত্মা তাই ফাঁদে ফেলে তাকে হত্যা করা যাবে না ।
এক রাতে, একটি ফাঁদের ক্যামেরা দুর্যোগের কারণে নষ্ট হয়ে যায়। পরদিন সেই ফাঁদ এর কাছে গিয়ে দেখা গেলো সেই ফাঁদ তা ভাঙ্গা এবং ভেতরের টোপ গায়েব !
লোহার খাঁচা ভেঙ্গে ফাঁদ থেকে টোপ নিয়ে যাওয়া কতটুকু শক্তিশালী হলে সম্ভব সেতা ভেবে হতবাক হয়ে যায় Patrice Faye এর দল ।
স্থানীয় মানুষ রা আগের মতই তাদের বিশ্বাস বজায় রাখে যে গুস্তাভ আসলে প্রেতাত্মা দেবতা । কেউ কেউ ত তার পূজাও শুরু করে ।
কিন্তু এতসবের পরেও গুস্তাভ এর অত্যাচার কমেনি ।
একের পর এক মানুষ হারিয়েছে প্রাণ ।
গুস্তাভ ভেবে অনেক নিরীহ কুমীর কে শিকার করা হয়েছে ।
কিন্তু গুস্তাভ ছিল অস্পর্শী ।
ত্রাস হিসেবে রয়ে যাওয়া এই কুমীরটি হঠাৎ করেই গায়েব হয়ে যায় ২০১৫ সালে ।
সর্বশেষ তাকে দেখা যায় একটি বিশাল আঁকারের ষাঁড় বুরুন্দি'র এক ঘাট থেকে কামড়ে পানিতে টেনে নিতে ।
গুস্তাভ এর ভয়াবহতা এবং অত্যাচার নিয়ে নিরমিত হয়েছে সিনেমা , নাটক এবং কবিতাও !
Primeval (
http://www.imdb.com/title/tt0772193/ ) সিনেমাটাও গুস্তাভ কে নিয়েই ।
আগ্রহী রা দেখে নিতে পারেন !
থৃলার পাঠকদের আসর গ্রুপ হতে সংগৃহীত
©somewhere in net ltd.
১|
২০ শে জুলাই, ২০১৬ রাত ১:২০
অশ্রুকারিগর বলেছেন: এতো ভয়াবহ মানুষখেকো ছিলো! ৩০০ মানুষ খেয়ে ফেলেছে। সিনেমাটা দেখতে হবে। আশা করি থ্রিলিং হবে। ধন্যবাদ আপনাকে ।