![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হুমায়ূন আহমেদকে সাংবাদিক অভিনেতা মাহফুজ আহমেদ প্রশ্ন করেছিলেন,
"এ দেশের বুদ্ধিজীবীদের ভূমিকা সম্পর্কে আপনার অভিমত কী?’'
.
হুমায়ূন আহমেদের সহজ উত্তর ছিল,
“আমাদের বুদ্ধিজীবী সমাজে যাঁরা আছেন, তাদের কার্যক্রম খুব একটা পরিষ্কার না। এরা কেন জানি ইসলাম ধর্মকে খুব ছোট করে দেখতে অভ্যস্ত হয়ে গেছেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান অন্য ধর্মের উৎসবে আমাদের বুদ্ধিজীবীরা উপস্থিত থাকেন, বক্তৃতা করেন, বাণী দেন- কিন্তু ইসলামী কোনো জলসায় কেউ উপস্থিত হয়েছেন বলে শোনা যায় না। তাদের মতে, ইসলামি জলসায় কেউ উপস্থিত থাকা মানে তার বুদ্ধিবৃত্তি নিম্নমানের। সে একজন প্রতিক্রিয়াশীল, সাম্প্রদায়িক লোক।
আমাদের বুদ্ধিজীবীদের কাছে হিন্দু, বৌদ্ধ বা খ্রিষ্টানদের কোনো অনুষ্ঠানে উপস্থিত থাকার অর্থ মুক্তবুদ্ধির চর্চা করা, প্রগতির চর্চা করা, সংস্কারমুক্ত হওয়া ইত্যাদি।
.
প্রফেসর আব্দুস সালাম ঢাকায় এসে যখন বক্তৃতার
শুরুতে ‘বিসমিল্লাহির রহমানির রহীম’
বললেন, তখন আমাদের বুদ্ধিজীবীরা
হকচকিয়ে গেলেন। কারণ তাদের কাছে
প্রগতিশীল হওয়া, বুদ্ধিজীবী হওয়া, মুক্তবুদ্ধির চর্চা করা মানেই ইসলামবিরোধী হতে হবে । এসব তারা উদাহরণ হিসেবেও ব্যবহার করেন; কিন্তু রাসূল মুহাম্মাদ (স) এর বাণী কখনো তাদের মুখ থেকে শোনা যায় না।
.
আমার মতে, পৃথিবীর তাবৎ ঔপন্যাসিক যাঁর কোটের পকেট থেকে বেরিয়ে এসেছেন, তার নাম দস্তয়ভস্কি। আরেকজন আছেন মহামতি টলস্টয়। এক রেলস্টেশনে যখন টলস্টয় মারা গেলেন, তখন তাঁর ওভারকোটের পকেটে একটি বই পাওয়া গেছে, তার নাম 'Sayings of the Prophet'। বইটি ছিল টলস্টয়ের খুব প্রিয়। সব সময় সঙ্গে রাখতেন। সময় পেলেই পড়তেন। বইটিতে রাসূল মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর বিভিন্ন সময়ে বলা ইন্টারেস্টিং কথাগুলো গ্রন্থিত।
.
আমি বিনয়ের সঙ্গে আমাদের বুদ্ধিজীবীদের কাছে জানতে চাইছি, আপনাদের ক’জন বইটি পড়েছেন? টলস্টয় যে বইটি পকেটে নিয়ে ঘুরে বেড়াতেন, সেই বই আমাদের প্রত্যেকের একবার কি পড়া উচিত নয়? আমার মতে, প্রতিটি শিক্ষিত
ছেলেমেয়ের বইটি পড়া উচিত।”
( তিনি প্রিয় নবী (স) এর হাদীস পড়ার কথা বলেছেন)
..
সুত্রঃ হুমায়ূন আহমেদ
ঘরে বাইরে হাজার প্রশ্ন।
লেখকঃ অভিনেতা মাহফুজ আহমেদ
... ....
২| ৩০ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩১
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: প্রয়াত হুমায়ূন আহমেদ কিছুই ভুল বলেননি।
৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪১
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশে কি পরিমাণ ইসলাম বিরোধী আছে?
কি পরিমাণ সুন্নী ভাইয়েরা শিয়া ও কুর্দিদের হত্যা করছে? কি পরিমাণ শিয়া, কি পরিমাণ সুন্নীকে হত্যা করেছে? কি পরিমাণ ওয়াহাবী কি পরিমাণ শিয়াকে হত্যা করছে?
বাংলাদেশের কি পরিমাণ শিক্ষিত লোক জামাতের লোকদের হত্যা করেছে?
হুমায়ুন আহমেদকে সুযোগ মতো পেলে মোল্লা শফির লোকেরা বা শিবির হুমায়ুন আযাদের মত শেষ করে দিতো।
৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮
শূণ্য পুরাণ বলেছেন: হুমায়ুন অাহমেদের এই লেখা অনেকবার পড়েছি,বাংলাদেশের বুদ্ধিজীবীদের উপযুক্ত জবাব দিয়েছেন।
৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭
তার ছিড়া আমি বলেছেন: প্রয়াত হুমায়ুন আহমেদ অত্যান্ত কঠিন সত্য কথা বলেগেছেন।
আল্লাহ তাকে উচ্চ মাকাম দান করুক।
৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭
চাঁদগাজী বলেছেন:
"তার ছিড়া আমি বলেছেন: প্রয়াত হুমায়ুন আহমেদ অত্যান্ত কঠিন সত্য কথা বলেগেছেন।
আল্লাহ তাকে উচ্চ মাকাম দান করুক। "
-আপনি যখন দোয়া করেছেন, হুমায়ুন আহমেদ উচ্চ মাকাম পাবেন; সাথে সাথে লিফটের ব্যবস্হা করার জন্য দোয়া করবেন, উঁচুতে উঠানামা করতে হবে তো ; আপাতত উনি যেটুকু পেয়েছেন, উহার নাম "কোলন ক্যান্সার"।
৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৩৫
প্রামানিক বলেছেন: হুমুয়ুন আহমদের তুলনা হয় না।
৮| ৩০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:২৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: হুমায়ুন আহমেদের মতই এ রকম বিষয় নিয়ে কিছুদিন আগে মোস্তফা সরওয়ার ফারুকী ফেসবুকে স্ট্যাটাস দিয়েেছিলেন। তবে আমাদের মুসলিম বুদ্ধিজীবিরাই অতিরিক্ত ধর্ম নিরপেক্ষ সাজতে গিয়ে ইসলামের যে কোন বিষয় নিয়ে কথা বলতে হীনমন্যতায় ভুগেন যা অমুসলিম বুদ্ধিজীবিরাও খুব ইনজয় করেন...
৯| ৩১ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৪৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: চাঁদগাজী বলেছেন:
টলস্টয় পকেটে হাদিস/কুরান, বাইবেল নিয়ে ঘুরতেন; মোল্লা শফির লোকেরা রামদা, নিজামীর লোকেরা রগকাটার যন্ত্র, হুজির লোকেরা পিস্তল নিয়ে ঘুরে!
আপনার পকেটে কি থাকে?
আপনার পকেটে কি থাকে মশাই?
আর আপনার কলিজার টুক্রা রাজনৈতিক দলের ছাত্রসংগঠনের পুলাপানের হাতে কি থাকে?
(ইসলামে আপ্নের ইয়াত্ত চুল্কানি যখন নামের শেষে গাজীটা পাল্টান্না ক্যান গাজীসাব?)
১০| ৩১ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৪০
হাসান কালবৈশাখী বলেছেন:
ইসলাম পছন্দের কমেন্টারদের বলছি -
আইএস, তালেবান, বোকো হারামজাদা, জেম্বি, নব্য জেএম্বি, আনসারুল, জামাতি।
এরা ইসলাম প্রতিষ্ঠার জন্য এজাবৎ যত মানুষ হত্যা করেছে এরা সবাই মোসলমান।
এরা আরেকবার ক্ষমতা পাইলে লেখক কবি বুদ্ধিজীবি একটাকেও জ্যান্ত রাখবে না।
প্রামানিক, কিকরি এরা কবিতা ছাইড়া দাড়ী রাখলেও রেহাই পাবে না।
১১| ৩১ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:১০
টারজান০০০০৭ বলেছেন: ইরাক , আফগানিস্তান , কাশ্মীর , জিংজিয়াং , রাখাইন , ফিলিস্তিন , কসোভো , চেচনিয়া এইসব জায়গায় গণতন্ত্র , সমাজতন্ত্র, পোড়ামাটি নীতি প্রতিষ্ঠার জন্য যারা গণহত্যা চালাইছিলো তারাও কি সবাই মুসলমান ছিল। বাঘ আইলো , বাঘ আইলো আর কতদিন ! লেজকাটা শিয়ালরা অন্যদের লেজও কাটতে চাইবে এইটাই স্বাভাবিক।মুসলমানের নেগেটিভ আর আব্বুদের পজিটিভ বর্ণনা আর কতদিন চলবে ?
৩১ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৪০
জহিরুল ইসলাম কক্স বলেছেন: তেমুজিন,হালাকু খান,এরা যত মানুষ মারছে বা ফিলিস্তিন দখল করে যুগে যুগে খ্রিষ্টান রা বা ইহুদী রা যত মানুষ মারছে তার হিসাব করে দেখেছেন কখনো।
©somewhere in net ltd.
১|
৩০ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৬
চাঁদগাজী বলেছেন:
টলস্টয় পকেটে হাদিস/কুরান, বাইবেল নিয়ে ঘুরতেন; মোল্লা শফির লোকেরা রামদা, নিজামীর লোকেরা রগকাটার যন্ত্র, হুজির লোকেরা পিস্তল নিয়ে ঘুরে!
আপনার পকেটে কি থাকে?