![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
##বাংলাদেশ_ব্যাংক_AD_প্রস্তুতি
.
##পর্ব_০১
.
আপনার প্রস্তুতিকে আরও শাণিত করতে সবচেয়ে কমন উপযোগী সাধারণ জ্ঞান,নোবেল পুরস্কার ২০১৭ ও বাংলাদেশ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভের গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকের প্রথম আয়োজন।টপিকগুলো সহজে মনে রাখার জন্য সহজ ও সুখপাঠ্য করে দেওয়া হয়েছে।আশা রাখছি এখান থেকে শুধু বাংলাদেশ ব্যাংক নয় কম্বাইন্ড সিনিয়ার অফিসার, অফিসার ও প্রাইভেট ব্যাংকের MTO তে কাজে লাগবে।আগামীকাল ঠিক রাত দশটায় দ্বিতীয় পর্ব শেয়ার করা হবে।সবার দোয়া,আশীর্বাদ,সহযোগিতা ও অংশগ্রহণ একান্ত কাম্য।
।
।
Headed by,
Ekarash Chowdhury Ekram
বিশ্বসাহিত্য কেন্দ্র(আলোর ইশকুল)
।
।
।
বৈশ্বিক ক্ষুধা সূচকে বাংলাদেশের অবস্থান-৮৮ তম
.
দেশের বৃহত্তম খাদ্য গুদামের নাম-মংলা সাইলো
.
নারী ক্রিকেট দলের নতুন অধিনায়ক-রুমানা আহমেদ
.
বাংলাদেশ এখন ধনুষ্টাঙ্কারমুক্ত।কোন সংস্থা এ স্বীকৃতি দিয়েছে -WHO
.
বেস্ট গ্লোবাল টিচার সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের কোন শিক্ষক-শাহনাজ পারভীন
.
বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে MCC বিশ্ব ক্রিকেট কমিটিতে স্থান পেয়েছেন কে-সাকিব আল হাসান
.
মানব সূচক উন্নয়নে বাংলাদরশের অবস্থান-১৩৯
.
বর্তমানে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনার সংখ্যা-১৮৮
.
কোন চরে সেরাবাহিনীর জন্য বিশ্বমানের প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হচ্ছে-স্বর্ণদ্বীপ
.
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জোয়ান অব আর্ক হিসেবে আখ্যায়িত করেছে-শ্রীলঙ্কার গার্ডিয়ান পত্রিকা
.
জাতিসংঘভুক্ত কতদেশের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক রয়েছে-১৫১
.
কোন সংস্থা শেখ হাসিনাকে মানবিক বিশ্বের প্রধান নেতা আখ্যা দিয়েছে-Oxford network of peace
আর New star হিসেবে আখ্যা দিয়েছে -
ডেইলি খালিজ টাইমস
.
বাংলাদেশ রেলওয়েকে কতটি অঞ্চলে ভাগ করার প্রক্রিয়া চলছে-৪ টি
.
কোন পণ্যটি দেশের প্রথম জিআই পণ্য হিসেবে নিবন্ধন লাভ করেছে-জামদানি
.
মার্কিন সরকারের অর্থায়নে সম্প্রতি কোথায় শহীদ মিনার নির্মিত হয়েছে-নিউ জার্সির পিটারসনে
.
দেশের কোথায় আন্তর্জাতিক মানের পর্যটন শহর গড়ে তোলা হচ্ছে-কক্সবাজারের সোনাদিয়ায়
.
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদে মিয়নমার সংকট নিরসনে কয় দফা প্রস্তাব পেশ করেন-৫ দফা
.
বাংলাদেশ ব্যাংক ক্রেডিট কার্ডের সুদ সর্বোচ্চ কত নির্ধারণ করে দিয়েছে-১৬ শতাংশ
.
বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা ২০১৭-১৮ সূচকে বাংলাদেশের অবস্থান-৯৯তম
.
শিশু অধিকার সূচকে বাংলাদেশের অবস্থান-৮৭ তম
.
টাইমলাইন ৭১ কী-মুক্তিযুদ্ধভিত্তিক একটি অ্যাপ
.
সম্প্রতি সরকার সব শিক্ষা প্রতিষ্ঠানে কোন অনুষ্ঠানটি বাধ্যতামূলক করে-মঙ্গল শোভাযাত্রা
.
বাংলাদেশে মোট দেশজ উৎপাদনে জিডিপি ইলিশের অবদান-১.১৫ শতাংশ
.
বাংলাদেশের কোথায় উন্মুক্ত কারাগার নির্মিত হচ্ছে-কক্সবাজারের উখিয়ায়
.
দেশে প্রথমবাবের মতো কোন নদীর উপর ঝুলন্ত ফ্লাইওভার নির্মিত হতে যাচ্ছে-বুড়িগঙ্গা
.
দেশের প্রথম মেট্টোরেলের রুট কোনটি-এয়ারপোর্ট-মিরপুর-ফার্মগেট
.
২০১৭-১৮ অর্থবছরে নতুন বাজেট অনুযায়ী মাথাপিছু ঋণ-৪৬১৭৭
.
বাংলাদেশে প্রথম সৌরচালিত সেচ পাম্প স্থাপিত হয় কোথায়-মনপুরা,ভোলা
.
নিঝুম দ্বীপের আয়তন-৩৫ বর্গমাইল
.
২০১৭ সালে কতজন শব্দসৈনিককে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেয়া হয়-৫৮ জন
.
দেশের প্রথম ডিজিটাল আইল্যান্ড ঘোষণা করা হয় কোন স্থানটিকে-মহেশখালি
.
বর্তমানে বাংলাদেশের সাথে সর্বাধিক বাণিজ্য ঘাটতি রয়েছে কোন দেশের-চীনের
.
অক্সফোর্ড ইন্টারনেট ইনস্টিটিউট এর সমীক্ষা অনুযায়ী বিশ্বে আউটসোর্সিংয়ে বাংলাদেশের অবস্থান-২য়
.
SDG সূচকে বাংলাদেশের অবস্থান-১২০
.
বিশ্বের সবচেয়ে সম্মানজনক চলচ্চিত্র আসর অ্যাকাডেমি পুরস্কার এর অস্কার সদস্যপদ পাচ্ছেন কোন বাংলাদেশি-নাফীস বিন জাফর
.
হরিপুরে কীসের সন্ধান পাওয়া গেছে-পেট্টোলিয়াম
.
বিমসটেকের বর্তমান মহাসচিব কে-এম শহীদুল ইসলাম
.
২০১৭-১৮ অর্থবছরে পোশাক রপ্তানিতে কত শতাংশ উৎস কর দিতে হয়-০.৭০%
.
দেশের কোথায় ঔষধ শিল্পপার্ক গড়ে তোলা হচ্ছে-মুন্সিগঞ্জের বাওশিয়ায়
.
২০৩০ সালের মধ্যে বাংলাদেশ কতটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করবে-১০০ টি
.
রেমিট্যান্স অর্জনে বাংলাদেশ বর্তমানে বিশ্বে কততম স্থানে রয়েছে-৮ম
.
তাইওয়ান গ্রীন কী-আমের জাত
.
২০১৭ সালের বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচকে বাংলাদেশের অবস্থান-৬ষ্ঠ
.
বর্তমানে বাংলাদেশ জাতিসংঘের কতটি মিশনে কাজ করছে-৪০টি দেশের ৫৪টি
.
রাখাইনের মুসলিম নাগরিকদের ফিরিয়ে নিতে কবে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে চুক্তি হয়েছিল-১৯৯২ সালে
.
প্রবাসী আয়ে শীর্ষ জেলা কোনটি-কুমিল্লা
.
২০১৭ সালে এডিবি পুরস্কার পেয়েছে বাংলাদেশি কোন ব্যাংক-ব্র্যাক ব্যাংক
.
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ তৈরি হয়েছে-ফ্রান্সে
.
ন্যানো স্যালেলাইট ব্র্যাক অন্বেষা কক্ষপথে ছাড়া হয়-৭ জুলাই, ২০১৭
.
বাংলাদেশে বর্তমানে বর্তমানে শীর্ষ দেশ কোনটি-সিঙ্গাপুর
.
জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পর্যন্ত কতবার ভাষণ দিয়েছেন-১৪ বার
.
দুর্নীতি দমন কমিশনের শুভেচ্ছাদূত হয়েছেন কোন খেলোয়াড়-সাকিব আল হাসান
.
শিশুদের জন্য ব্যতিক্রমধর্মী শিক্ষা পদ্ধতি কুমন শিক্ষার দ্বার উন্মুক্ত করেছে কোন সংস্থা-ব্র্যাক
.
দেশে বর্তমানে কৃষিভিত্তিক শিল্প কয়টি-৪০টি
.
ব্রিটেনের গার্ডিয়ান পত্রিকার প্রতিবেদন অনুযায়ী বর্তমান বিশ্বের সবচেয়ে দীর্ঘস্থায়ী নারী সরকারপ্রধান কে-শেখ হাসিনা
.
মিয়ানমারের সাথে বাংলাদেশের আমদানি-রপ্তানির একমাত্র স্থলবন্দর কোনটি -টেকনাফ স্থলবন্দর
.
বাংলাদেশে প্রথম স্মার্টফোন তৈরির কারখানা কোথায় অবস্থিত-গাজীপুরের চন্দ্রায়
.
দেশের বনাঞ্চলের পরিমাণ মোট ভূমির কত শতাংশ-১৭.০৮
.
ভোলায় নতুন আবিষ্কৃত গ্যাস ক্ষেত্রটিতে কী পরিমাণ গ্যাস রয়েছে বলে ধারণা করা হচ্ছে-৭০০ বিলিয়ন ঘনফুট
.
দেশের প্রথম প্রাকৃতিক জাদুঘর কোথায় স্থাপন করা হবে-সেগুনবাগিচায়
.
গুগল অ্যাডসেন্সে বাংলাভাষা যুক্ত হয় কবে-২৬ সেপ্টেম্বর, ২০১৭
।
।
।
#নোবেল_পুরস্কার_২০১৭_এর_ইতিবৃত্ত
.
প্রকৃত অর্থে সবকিছু টেকনিক দিয়ে পড়া উচিত না;কিন্তু এবার নোবেল পুরস্কারের নামগুলো একটু
খটকা টাইপের।যদি কারও কাছে সহজ লাগে। যাদের নামগুলো সরাসরি মুখস্থ থাকে,তারা অযথা পোস্টটি পড়বেন না।
।
By,
Ekarash Chowdhury Ekram
বিশ্বসাহিত্য কেন্দ্র ( আলোর ইশকুল)
.
চিকিৎসা শাস্ত্রে -
.
#টেকনিকঃ WoW CR-7
.
Wow-মাইকেল ডব্লিউ ইয়ং
C-জেফরি সি হল
R-মাইকেল রসবাস
.
পদার্থ বিজ্ঞানে —
.
#টেকনিকঃ রানা very very কিপটা
.
রানা-রেইনার ওয়েস
very very-ব্যারি সি ব্যারিশ
কিপটা- কিপ এস থ্রোন
.
রসায়ন বিজ্ঞানে —
.
#টেকনিকঃ ফারিহা ডুব ছবি দেখেছে।
.
ফা-জোয়াকিম ফ্রাংক
রি-রিচার্ড হেন্ডারসন
ডুব-জ্যাক ডাবোশেট
.
সাহিত্যে —
.
#টেকনিকঃ সাকা চৌধুরী
.
সা-সাহিত্যে, কা-কাজুয়ো ইশিগুরু
.
শান্তিতে -ICAN( পরমাণু নিরস্ত্রীকরণ প্রচারণা সংস্থা)
.
অর্থনীতিতে-
.
#টেকনিকঃ মোবাইলে অর্থ রিচার্জ কর। ( পরীক্ষার হলে জাস্ট রিচার্জ শব্দটি মনে থাকলে অপশন
দেখলে আর ভুল হবে না)
.
অর্থ- অর্থনীতি, রিচার্জ- রিচার্ড এইচ থ্যালার।
।
।
।
#সাল_মনে_রাখাও_এত_সহজ!!
.
বাংলাদেশ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করেন ১৯৭২ ও ১৯৭৩ সালে।এতগুলো সংস্থার সাল মনে রাখা সত্যিই খুব প্যারাদায়ক।আর এ টপিক থেকে বিসিএস, ব্যাংক ও অন্যান্য নিয়োগ পরীক্ষায় প্রশ্ন থাকেই। সো,মনে রাখুন মাত্র ☞ এক লাইনেই।
.
Headed by,
Ekarash Chowdhury Ekram
বিশ্বসাহিত্য কেন্দ্র( আলোর ইশকুল)
।
।
বাংলাদেশ নিম্নোক্ত সংস্থাগুলোর সদস্যপদ লাভ করেন ১৯৭২ সালে।
।
।
।
টেকনিকঃ I'm always doing unnecessary common work but who has IBA Id card.
.
ব্যাখ্যাঃ-
.
I'm= IMF
.
Doing=UNIDO
.
(Un)necessary=UNESCO, UNCTAD.
.
Common=Commonwealth
.
Work=ILO
.
Who=WHO
.
IBA=IBRD,IAEA
.
ID=IDA
.
.
.
বাংলাদেশ নিম্নোক্ত সংস্থাগুলোর সদস্যপদ লাভ করেন ১৯৭৩ সালে।
।
টেকনিকঃ EFA's red name has up of the DB lottery.
.
ব্যাখ্যাঃ-
.
EFA>>E=ESCAP; FA>>FAO
.
Red=Redcross
.
name=NAM
.
UP=UPU
.
the>>t=ITU
.
DB=ADB
.
কনফিউশন দূর করতে এ দুটো মনে রাখবেন। অর্থাৎ, ইসলামী সংস্থা বলতেই ১৯৭৪ সাল।
.
যেমন—OIC,IDB
©somewhere in net ltd.
১|
১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:০৪
রাজীব নুর বলেছেন: সুন্দর পোষ্ট।