নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইকনোমিকস আমার প্রফেশন আর সাহিত্য আমার প্যাশন।

জহিরুল ইসলাম কক্স

:)

জহিরুল ইসলাম কক্স › বিস্তারিত পোস্টঃ

রাতে ঘুম আসেনা?

২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:০৩

কর্মব্যস্ত দিনের শেষে বিছানায় গড়িয়ে লম্বা ঘুম। সাত-আট ঘণ্টা ঘুমের পর ফের চাঙ্গা হয়ে নতুন করে কাজে লেগে পড়া। এ স্বপ্ন আমরা অনেকেই দেখি। কিন্তু বাস্তবে আর তেমনটা হয়ে ওঠে কোথায়? তাহলে উপায়? ভাল ঘুমের চাবিকাঠি আসলে কী?
এ ভাবনা ভেবে আবার রাতের ঘুম ওড়াবেন না। বিছানায় শোয়ার মিনিট খানেকের মধ্যেই ঘুম আসার একটি অত্যন্ত সহজ উপায় আছে।
একটি বিশেষ শ্বাসক্রিয়ার অভ্যেস করে ফেলতে পারলেই তাড়াতাড়ি ঘুম এসে যাবে। যে অভ্যাসের পোশাকি ভাষা ‘৪-৭-৮’। যাঁদের রাতে ঘুম আসে না তাঁদের জন্য এই সহজ উপায়ের পথ দেখিয়েছেন লেখক ডক্টর অ্যান্ড্রু ওয়েইল।
৬০ সেকেন্ডের মধ্যে ঘুমের দেশে পৌঁছে যেতে কীভাবে নিঃশ্বাস নিতে হবে? লেখক জানাচ্ছেন, প্রথমে নাক দিয়ে চার সেকেন্ড শ্বাস নিন। তারপর সাত সেকেন্ড শ্বাসক্রিয়া আটকে রাখুন। আর আগামী ৮ সেকেন্ড মুখ দিয়ে আস্তে করে নিঃশ্বাস ত্যাগ করুন। যতক্ষণ পর্যন্ত ঘুম না আসে এভাবেই শ্বাসক্রিয়া চালান। বেশিক্ষণ না, মিনিট খানেকের মধ্যেই ঘুমিয়ে পড়বেন। লেখকের মতে, এর ফলে হৃদপিণ্ডে কেমিক্যালের প্রভাব কমে যায়। আর তাতেই চটজলটি ঘুম এসে যায়।
আরেক লেখক আলিনা গোঞ্জালেজ বলছেন, “এমন অদ্ভুত অভ্যাসে যে তাড়াতাড়ি ঘুম আসে, বিষয়টা প্রথমে আমার কিছুতেই বিশ্বাস হয়নি। একপ্রকার পরীক্ষা করতেই ট্রিকটা করে দেখি। কিন্তু পরের দিন সকালে উঠে মনেই করতে পারলাম না শেষ আট সেকেন্ডের পর আর জেগেছিলাম কিনা। এতটাই গভীর ঘুম এসে গিয়েছিল। এই টেকনিকটা যেন ড্রাগের মতো কাজ করল।”
আসলে এভাবে নিঃশ্বাস-প্রশ্বাস নিলে দেহ-মন দুইই শান্ত হয়ে যায়। আর উত্তেজনা থেকে আপনাকে অনেকখানি দূরে নিয়ে যায়। তাহলে আর দেরি কেন? রাতে নিশ্চিন্ত ভাল ঘুমের জন্য একবার ‘৪-৭-৮’ ট্রিকটি ট্রাই করেই দেখুন না।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:০২

শাহ আজিজ বলেছেন: যাদের লাংস ও হার্টের সমস্যা আছে তারা এই চেষ্টা করবেন না। তারা বরং রাতের খাবারের পর সামনের রাস্তা দিয়ে ধীরে আধাঘণ্টা হাঁটুন , দেখুন। শ্বাস ক্রিয়া সুস্থ বুকের লোকের জন্য।

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:২১

আকিব হাসান জাভেদ বলেছেন: ট্রাই করে দেখতে হবে। সত্যতা হলে ১০০++++.

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:০৪

রাজীব নুর বলেছেন: আমি ডাক্তার কে বলেছিলাম- ঘুম আসে না।
এই কথা শুনে ডাক্তার রেগে মেগে অস্থির। বলে, ফাজলামো করো ঘুম আসে না।

দেখো কত মানুষ রাস্তায় ঘুমায়। খাট নেই, বিছানা নেই।
আর তুমি ঘরের ভেতর ঘুমাও, মাথার উপরে ফ্যান ঘুরে। আর বলো ঘুম আসে না। বদ কোথাকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.