নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইকনোমিকস আমার প্রফেশন আর সাহিত্য আমার প্যাশন।

জহিরুল ইসলাম কক্স

:)

জহিরুল ইসলাম কক্স › বিস্তারিত পোস্টঃ

দুটি পানীয় যা আপনার পেটের মেদ কমাতে সাহায্য করবে

২১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:০৩

রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনি কি পান করেন? সাধারণত বেশির ভাগ মানুষ দুধ পান করে থাকেন। আবার কিছু মানুষ চা পান করেন। এমন কিছু পানীয় আছে যা রাতে ঘুমাতে যাওয়ার আগে পান করলে আপনার পেটের মেদ কমিয়ে দিবে অনেকখানি। পেটের মেদ নিয়ে আমাদের চিন্তার শেষ নেই। ডায়েট, ব্যায়াম কত কিছুই না করা হয়ে থাকে পেটের মেদ কমানোর জন্য। নিয়মিত এই পানীয় পান করার ফলে দ্রুত পেটের মেদ কমে যাবে। এই পানীয়গুলো পেটের মেদ কমানোর পাশাপাশি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিকস, কোলেস্টেরল নিয়ন্ত্রণে করে থাকে।
১। শসা, আদা, লেবুর ডিটক্স
১/৩ কাপ পানি
১/২ টা লেবু
১ চা চামচ আদা কুচি
১টি শসা
১ গুচ্ছ পার্সলে পাতা
পানি, শসা, আদা কুচি, পার্সলে পাতা দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। খুব বেশি পাতলা যেন না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে এই পানীয় পান করুন। ১০ দিনের মধ্যে পেটের মেদ অনেকখানি কমে যাবে।
এই পানীয়টি দেহের টক্সিন দূর করে। এটি মেটাবলিজম বৃদ্ধি করে ওজন কমাতে সাহায্য করে। দেহের অভ্যন্তরীণ কোন ইনফেকশন থাকলে তাও দূর করে দিয়ে থাকে।
২। নাশপাতি ডিটক্স
১টি নাশপাতি
একটি লেবু
একটি ছোট আকৃতির শসা
এক গুচ্ছ পালং শাক
নাশপাতি, লেবুর রস, শসা এবং পালং শাক মিশিয়ে ব্লেন্ডারে ব্লেণ্ড করে নিন। রাতে ঘুমাতে যাওয়ার আগে নিয়মিত এটি পান করুন। এক সপ্তাহের মধ্যে আপনার পেটের মেদ কমে যাবে। এটি পেটের মেদ কমানোর পাশাপাশি দেহের সার্বিক ওজন কমাতে সাহায্য করে। এই পানীয়টি মেটাবলিজম বৃদ্ধি করে ক্ষুধা দমন করে দেয়। পালং শাক শরীরের প্রদাহ দূর করে হজমশক্তি বৃদ্ধি করে দেয়।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১৩

পলাশবাবা বলেছেন: মেদ কমাতেও "খেতে" হবে <<< :D

২| ২১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১৫

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ভাল পোস্ট। আপনি নিজে কি পরীক্ষা করেছেন?

২৩ শে মার্চ, ২০১৮ ভোর ৫:২৮

জহিরুল ইসলাম কক্স বলেছেন: না।মোটা মানুষ,তাই যেখানে যা পাই কপি পেস্ট করে জমা রাখি।যদি পরে কাজে লাগে।

৩| ২১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২২

চাঁদগাজী বলেছেন:



শুনতে ভালোই মনে হচ্ছে।

৪| ২১ শে মার্চ, ২০১৮ রাত ৮:০৬

রিফাত হোসেন বলেছেন: আপনি নিজে কখনো কমিয়েছেন?
তবে সুন্দর পোস্ট ভেষজ পানীয় উপকারী। তবে ভুয়া তথ্যের সংমিশ্রণ।
নিয়মিত ব্যায়াম ও পরিমিত(সঠিক) আহার + প্রচুর পানি পান করলে ওজন কমতে বাধ্য।

আমি ওজন কমানোকে প্রজেক্ট হিসেবে নিয়েছিলাম এবং একাধিকবার সফলতা পেয়েছি।
শসা, লেব উপকারী তবে যেভাবে উপস্থাপিত হয়েছে সেভাবে নয়।
পালং শাক low calorie food + fiber তাই হুজম ভাল হবে আর সাথে সাথে এটিকে দুপুর এর খাবার হিসেবে নিলে শরীরে কম carbs. ঢুকবে তবে সারাদিনের কাজের যতটুকু চাহিদার কার্বোহাইড্রেট দরকার তার থেকে কম হতে হব + পেটের ব্যায়াম করতে হবে। কারণ শরীরে এই দিকটা ওজন কমে অনেক পরে। শরীরকে বোঝাতে হবে এখান থেকে বাকি সংগ্রহীত শক্তি যেন শরীর নিয়ে নেয় বা প্রাধান্য দেয়। আর এই দিকে পালং শাক খেয়ে তো আপনার পেট ভরে গিয়েছে তার উপর এইটাতে carbs low। তাই শরীর সংগ্রহীত শক্তি থেকে নিয়ে আসে। আর এই সব কাজে পানি লাগবে। কাজের গতি ও নিরবিচ্ছিন সরবরাহের জন্য ভেষজ পানীয়জল অনেক সহায়তা করবে বৈ কিছুই নয়।
অতএব পরিমিত, সঠিক আহার ও ব্যায়াম। তবে ব্যায়াম তুলনায় কম করুন তবে আহার অনেক কম রাখতে হবে, বেশি করলে low carbs food only কিন্তু তবুও অতবেশি না। আর অবশ্যপালনীয় পান করা(পানি), দিনে ৪লিটার। ২ লিটার যারা normal maintain করছেন। ৪ লিটার কারণ আপনি ওজন কমাচ্ছেন।

অভিজ্ঞতা থেকে বলছি

৫| ২১ শে মার্চ, ২০১৮ রাত ৮:১১

রিফাত হোসেন বলেছেন: ভুয়া তুথ্য এজন্যই বললাম যে শুধু আপনার রেসিপি গ্রহণ করলে ওজন কমবে না। মনে কিছু করবেন না। আমি সাধারণত যা আহার করি তাই আহার করলাম আর আপনার রেসিপিও নিলাম এতে ওজন কমবে না উলটা নতুন করে বাড়বে কারণ নতুন আহার আমার সাথে যোগ হয়েছে । সাথে কি করা আবশ্যিক তা উপরে বলেছি।

২৩ শে মার্চ, ২০১৮ ভোর ৫:২৭

জহিরুল ইসলাম কক্স বলেছেন: : ধন্যবাদ।এটি আমি ঠিক প্রচারের উদ্দ্যেশ্যে করিনাই।নিজে মোটা মানুষ।কপি পেস্ট করে রেখে দিয়েছি।পরে যদি কাজে লাগে।

৬| ২৩ শে মার্চ, ২০১৮ ভোর ৫:২৫

জহিরুল ইসলাম কক্স বলেছেন: ধন্যবাদ।এটি আমি ঠিক প্রচারের উদ্দ্যেশ্যে করিনাই।নিজে মোটা মানুষ।কপি পেস্ট করে রেখে দিয়েছি।পরে যদি কাজে লাগে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.