![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক গ্লাস স্বপ্নের শরবত আমার ভীষণ দরকার, যেখানে থাকবে একমুঠো ভালোলাগা, এক চিমটি জোছনা আর পরিশেষে থাকবে ভালোবাসাময় তৃপ্তির এক অনিঃশেষ ঢেঁকুর...
জন্মদাতা, জন্মদাত্রীর কাছে আমি কৃতজ্ঞ,
অনেক করেছে আমার জন্য থাকতে দেয়নি অজ্ঞ,
জন্মের পর ছিলাম আমি পঙ্গু,
তাদের হাত এ ছিল আমার একমাত্র অনুসঙ্গ,
শিয়রে বসিয়া মা আমার মাথায় হাত বুলাত,
বাবার ছুটোছুটি কখন হবে সুস্থ,
হাসবে কখন আমার খোকা থিক আগের মত,
অপরাধ করে ভয়ে যখন আড়ষ্ট,
বাবা বলে,'আর যেন না হয়' ,
পরক্ষনে মন আমার মায়ের আদরে তৃপ্ত,
তবু কেন পারিনা দিতে এতকিছুর প্রতিদান?
তবে কি আমি বেঈমান?
হে সমাজ আমায় গ্রহন করোনা,
হে পৃথিবী আমায় বহিস্কার কর,
আমি অকৃতজ্ঞ,
এ মাটিতে থাকার জন্য আমি অনভিজ্।।
অন্ধকার গ্রহন কর আমায়, গ্রহন কর........................।
২| ২৫ শে মে, ২০১৪ বিকাল ৩:৫২
কীর্তন কানাই বলেছেন: ধন্যবাদ আতিক ভাই।
©somewhere in net ltd.
১|
২৪ শে মে, ২০১৪ রাত ৯:১৩
আতিক আফজাল বলেছেন: ভালো লাগলো। আসলেই, বেঈমানই হবো!