![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক গ্লাস স্বপ্নের শরবত আমার ভীষণ দরকার, যেখানে থাকবে একমুঠো ভালোলাগা, এক চিমটি জোছনা আর পরিশেষে থাকবে ভালোবাসাময় তৃপ্তির এক অনিঃশেষ ঢেঁকুর...
নিস্তব্ধ আধারে মিটমিট করে তারার মেলা,
স্রস্টার আপন খেয়ালে চলে এই খেলা,
তাই তো গভীর অন্ধকারেও চলে মনুষ্য স্বপ্নের বেলা্
ভগ্ন দশা আজ এই জীবনের
মৃত্যুর সন্ধিক্ষণে চিন্তা প্রবাহমান উত্থান পতনের,
সশ্রদ্ধ মুক্তি হবে মৃত্যুর আবরনে,
হিসেবের কাঠগড়ায় দাড়াঁতে হবে যখন,
নিজের বিবেক নিজেকেই করবে ভক্ষন,
কারারুদ্ধ জীবন থেকে পালিয়ে বরণ করতে হলো কারারুদ্ধ মরণ,
মুক্তির স্বাদ চালিএ গেল তার প্রহসন,
অবশেষে হাজির হলো নরকের আগুন,
স্বাধীনতার প্রাপ্তিতে কষ্টের তিব্রতা বাড়লো বহুগুণ,
এই হচ্ছে জীবন এবং মরণ...
©somewhere in net ltd.