![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক গ্লাস স্বপ্নের শরবত আমার ভীষণ দরকার, যেখানে থাকবে একমুঠো ভালোলাগা, এক চিমটি জোছনা আর পরিশেষে থাকবে ভালোবাসাময় তৃপ্তির এক অনিঃশেষ ঢেঁকুর...
কতকাল চলেছি এই পথ,
তবু চলা শেষ হয় না,
পাহার ডিঙ্গানোর উদ্দিপনা,
আগুন নিয়ে খেলা করার যন্ত্রণা,
তছনছ করেছে কত স্বপ্ন,
অপ্রিয় হলেও সত্য,
যন্ত্রণাগুলো আজ স্পস্ট,
পৃথিবী মোর বাতাসবিহীন,
সব মিলিয়ে আজ আমি আজ অর্থহীন,
জোড়া স্বপ্ন দেখে আমার
ঘুম ভাঙ্গে প্রভাতে
নতুন কিছু সৃষ্টির আশায়
জীবন হাটে নতুন কোন পরিভাষায়,
ভালোবাসার অনাসৃষ্টি
বন্ধ করে দেয় মোর দৃষ্টি
তবুও চলে আমার জীবন,
সাথে নিয়ে অনাকাঙ্খিত প্রিয়জন
২৭ শে মে, ২০১৪ বিকাল ৩:৩০
কীর্তন কানাই বলেছেন: মানুষ স্বপ্নের পূজারী,তবে বাস্তবিকতার অনেক ক্ষেত্রেই স্বপ্নটা ঘুমন্ত থেকে যায়, যদিও স্বপ্নটা পূর্ণ হয়না তারপরও তার অনুপ্রেরণা দেওয়ার ক্ষমতাকে কাজে লাগিয়ে অনেক দূর যাওয়া যায়, মোটকথা স্বপ্নই মানুষকে স্বপ্ন দেখায়।
পরম আত্নীয় বা প্রিয়জন শব্দ দুটোতেই অনেক নির্ভরতা খুঁজে পায় মানুষ, তবে সংসার ধর্মে অনেক সম্পর্কের মাঝে 'অ' উপসর্গ যুক্ত করতে বাধ্য হই আমরা, তবু নিঃশেষ হয়ে যায় না সম্পর্কগুলো, অপ্রিয় হলেও খানিক্টা মিষ্টতার আশায় তাদের নিয়েই আমাদের চলতে হয়।
©somewhere in net ltd.
১|
২৭ শে মে, ২০১৪ রাত ১২:২৩
আতিক আফজাল বলেছেন: জোড়া স্বপ্ন আর অনাকাঙ্খিত প্রিয়জন
শব্দ দুটোর গভীরতা অনেক।