![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক গ্লাস স্বপ্নের শরবত আমার ভীষণ দরকার, যেখানে থাকবে একমুঠো ভালোলাগা, এক চিমটি জোছনা আর পরিশেষে থাকবে ভালোবাসাময় তৃপ্তির এক অনিঃশেষ ঢেঁকুর...
নিশি প্রহর কথা কয়,
'কিসের তোর ভয়?'
মানব তার উত্তরে কয়,
'ওই দুরপানে দেখি জীবনের পরাজয়'
নিশি কয়,"আমায় দেখ প্রকৃতিতে আমি কত অক্ষয়,
কত শত স্বপ্ন গাঁথি আমি,
আকাশ ভরা জ্যোৎস্নার ধারক আমি,
হাজার তাঁরার বাসর সাজাই আমি,
মানব-মানবীর সকল জড়তা জড়িয়ে দেই এই আমি''
-দিলাম আমি তোরে অভয়;
হবে তোর জয়,
-আমায় দেখে শিক্ষা নিবি;
এই জীবনে যতদূর যাবি,
তাহলেই দেখবি কত পূর্ণ তুই এবং আমি............"
©somewhere in net ltd.