নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দ্বিমাত্রিক স্বপ্নগাথাঁ

কীর্তন কানাই

এক গ্লাস স্বপ্নের শরবত আমার ভীষণ দরকার, যেখানে থাকবে একমুঠো ভালোলাগা, এক চিমটি জোছনা আর পরিশেষে থাকবে ভালোবাসাময় তৃপ্তির এক অনিঃশেষ ঢেঁকুর...

কীর্তন কানাই › বিস্তারিত পোস্টঃ

হারানো গান

২৮ শে মে, ২০১৪ বিকাল ৩:২০

শেষ কবে দেখা হয়েছিল চিন্তা করতেই মূহুর্তগুলো এক এক করে দৃশ্যত হতে লাগলো। সাহিত্যের উপর্যুপরি কষাঘাত,বাস্তবতা এবং মনোজগতের সংমিশ্রণে একটি কাব্যের জন্ম না দিয়ে পারলাম না......



-------------------------------------------------------------------

সূর্যোদয় শেষ কবে দেখেছিলাম ভুলিনি,

কিন্তু অনুভূতিতে অনুপস্থিত ছিল আলোর তিব্রতা,

ঘায়ে মেখে থাকা আবেগের স্পর্শ ভু্লিনি ,

তবু কোথাও একটা শূণ্যতা নিয়ে চলছিল যাত্রা,



তুমি ভেবোনা আমার অস্তিত্ব আজ বিলীন,

আমি স্বপ্নহীন তাই বলে স্বপ্নচোরা নই,

তোমার গোধূলী বেলাটা আমার দরকার,

আমার খুব ইচ্ছে তোমায় নিয়ে সন্ধ্যায় প্রবেশ করার,

সারা রাত নির্জন মুগ্ধতা বরণ করে,

ঠিক তোমায় নিয়ে আবার দেখতে চাই,

হারিয়ে যাওয়া সেই সূর্যোদয়।



-------------------------------------------------------------------

সর্বত্র ভালোবাসার বিচরণ হোক, ভালাবাসাটা বেঁচে থাকুক তার সুযোগ্য স্থানে।



মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০১৪ রাত ১২:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: সর্বত্র ভালোবাসার বিচরণ হোক, ভালাবাসাটা বেঁচে থাকুক তার সুযোগ্য স্থানে।

সহমত । :)

২৯ শে মে, ২০১৪ রাত ১:২৩

কীর্তন কানাই বলেছেন: জীবনের তরে ভালোবাসা, ভালোবাসার তরে জীবন... :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.