![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক গ্লাস স্বপ্নের শরবত আমার ভীষণ দরকার, যেখানে থাকবে একমুঠো ভালোলাগা, এক চিমটি জোছনা আর পরিশেষে থাকবে ভালোবাসাময় তৃপ্তির এক অনিঃশেষ ঢেঁকুর...
অকথ্য দৃষ্টান্ত স্থানান্তরের আকাঙ্খা,
প্রয়োগকৃত বিদীর্ণতার স্থাপনায়,
আজও ধুকরে মরে স্বপ্নচারী,
অনন্তকাল যাত্রার স্পৃহা,
শুদ্ধতার সন্ধিক্ষণের দৃঢ়তায়,
প্রেরনার অনুযোগ ঘটায় বন্য মনে,
ক্ষিপ্ত চাক্ষুসতার অবিরল কর্মযজ্ঞতা,
এতোটুকু সমর্থনের বহিঃপ্রকাশনায়,
অসহযোগিতার অযৌক্তিক কামনা,
জলন্ত মাংসপিণ্ডের পরিধি,
প্রানান্তর সখ্যতার কাঠগড়ায়,
স্থাপনার এক অনবদ্য প্রহসন,
বাধাগ্রস্ত অর্বাচীন অসহায়ত্ত্ব,
মৃতপ্রায় দ্বিতীয় সত্ত্বার ক্ষমতায়,
অলংকৃত নীরবতার চলমান একাকিত্ত্বতা,
আরাধনায় একমাত্র সাক্ষী,
ক্ষুধার্ত, বিমূর্ত মস্তিস্ক,
আশাহত, আতংকিত দূর ভাবনায়.........
৩০ শে মে, ২০১৪ রাত ১:০৪
কীর্তন কানাই বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৯ শে মে, ২০১৪ রাত ১১:৫৪
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাল লাগল +