![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক গ্লাস স্বপ্নের শরবত আমার ভীষণ দরকার, যেখানে থাকবে একমুঠো ভালোলাগা, এক চিমটি জোছনা আর পরিশেষে থাকবে ভালোবাসাময় তৃপ্তির এক অনিঃশেষ ঢেঁকুর...
আমি নিজেকে দৃশ্যমান করি তোর মাঝে,
আধমরা হয়ে স্বপ্ন দেখি,
স্বপ্নের বেড়াজাল শুধু তোকে ঘিরে,
আমার পৃথিবী তোর মাঝেই সীমাবদ্ধ,
সীমাবদ্ধ তোর ভালোবাসায়,
সময় পেরিয়েছ বহুখানি,
তবু রঞ্জিত হয়নি আমার মনস্বপ্ন,
অসীম অপেক্ষায় এখন আমি অভ্যস্থ,
গণমৃত্যুর আলিংগনে আপন আত্না,
তৃষ্ণার্ত শুধু তোরই ভালোবাসায়,
বেঁচে থাকার যুদ্ধে আমি হেরে যাচ্ছি,
অর্ধমৃত্যুতে আমি মুমূর্ষ,
জীবনের সজীব পাতা আজ হলদেটে,
আমি বুঝে গেছি বসন্ত আমার নয়,
আমার অবর্তমানে সব স্বাভাবিক চলবে,
অতীতে থাকবে শুধু,
আমি এবং আমার ভালোবাসা
{ভালোবাসার অর্থ বুঝতে আমি ব্যর্থ, ব্যর্থ আমার ভালোবাসা,তবু আমি তোকে একমাত্র তোকেই ভালোবাসি}
৩১ শে মে, ২০১৪ রাত ১:২৮
কীর্তন কানাই বলেছেন: ধন্যবাদ.....
২| ৩১ শে মে, ২০১৪ ভোর ৫:২৯
স্নিগ্ধ শোভন বলেছেন: ++
©somewhere in net ltd.
১|
৩১ শে মে, ২০১৪ রাত ১২:৩২
পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর লেখনী , শুভকামনা +