![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক গ্লাস স্বপ্নের শরবত আমার ভীষণ দরকার, যেখানে থাকবে একমুঠো ভালোলাগা, এক চিমটি জোছনা আর পরিশেষে থাকবে ভালোবাসাময় তৃপ্তির এক অনিঃশেষ ঢেঁকুর...
ব্যাস্ত রাস্তা, ব্যস্ত গাড়ীর চাকা,
ব্যাস্ততায় ভরা প্রতিটি মানুষ,
ব্যাস্ততায় মুখর প্রতিটি চিন্তা,
ট্রেনের ঝনঝন শব্দ,
চায়ের কাপের টুং টাং,
ঘাট থেকে ছেড়ে যাওয়া লঞ্চ এর ভেঁপু,
সর্বত্র ভাললাগাময় এক কোলাহল,
অবহেলায় আমি পড়ে রই,
কতদিন দেখা হয় না বাহ্যিক পৃথিবী,
অযত্নে ধুলা জমা মানিবেগ,
রংচটা গেঞ্জি,
ঝলসানো প্যান্ট,
বিধ্বস্ত জুতা,
কতদিন স্পর্শের বাহিরে,
এতোটা আত্ম একাকিত্বে আমি ক্লান্ত,
ক্লান্ত আমার অস্তিত্ব,
রঙ্গিন জগতে সাদাকালো মন,
হারিয়ে যাবে একদিন,
জানবে না কোন ক্ষন.
০১ লা জুন, ২০১৪ রাত ৯:০২
কীর্তন কানাই বলেছেন: ধন্যবাদ, সাথেই থাকবেন, আমি বিশ্বাস করি অণুপ্রেরণা মানুষকে অনেক দূর নিয়ে যেতে পারে।
©somewhere in net ltd.
১|
০১ লা জুন, ২০১৪ রাত ৮:৩৫
নুসরাতসুলতানা বলেছেন: কবিতাটা ভালই লাগলো।