![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক গ্লাস স্বপ্নের শরবত আমার ভীষণ দরকার, যেখানে থাকবে একমুঠো ভালোলাগা, এক চিমটি জোছনা আর পরিশেষে থাকবে ভালোবাসাময় তৃপ্তির এক অনিঃশেষ ঢেঁকুর...
অভাগা জাতি আজ পদতলে পিষ্ট,
সত্যের মাঝ দরিয়ায় মিথ্যা স্পষ্ট,
সাগর জোয়ারে শিশুর ক্রন্দন,
মায়ের বেদনা আর বাবার দহন,
নিভু নিভু করে আজ মানবতাবোধ,
বিশৃংখল পৃথিবী হারিয়েছে সততাবোধ,
বটবৃক্ষের ছায়ায় চলছে অসুরের দংশন,
মানবাধিকারের নামে চলছে রঙ-বেরঙের ফাংশন!
বিরহ মনের নিরীহ মানুষেরা,
হারিয়েছে দিশা, অসত্যকে করেছে পেশা,
গণতন্ত্রের নামে চারিদিকে আজ ক্ষমতার নেশা।
আহত নিয়মে নিহত ধরণী,
সিংহাসনে আজ রাজার বদলে রাণী,
অন্ধ পৃথিবীর কুসমাচার,
দৃশ্যত আজ সকল অনাচার।
©somewhere in net ltd.