![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক গ্লাস স্বপ্নের শরবত আমার ভীষণ দরকার, যেখানে থাকবে একমুঠো ভালোলাগা, এক চিমটি জোছনা আর পরিশেষে থাকবে ভালোবাসাময় তৃপ্তির এক অনিঃশেষ ঢেঁকুর...
ওপার থেকে অস্ফুট প্রত্যাবর্তন,
মিলনমেলার সহজাত প্রবর্তন
আকাশে চলছে ঘুড়ির অবাধ বিচরণ,
একজোড়া চোখের ভাষায় কাছে পাওয়ার স্বপন,
অবাধ্য অন্ধকার ভরা তারার মেলা,
মধুর মিলনে স্পর্শের খেলা,
পর্বতময় শুষ্ক হাওয়ায় কান পেতে শুনি,
বৃষ্টির আশায় সৃষ্টির বীজ বুনি,
দুষ্টুমি, খুঁনসুটি ভরা সময়গুলো যত যায়,
ফিরে যাওয়ার ভয় ততই তাড়িয়ে বেড়ায়,
যাচ্ছিনা দূরে, দেখা হবে কোন এক দুপুরে,
স্মৃতিগুলো পেখম মেলবে প্রতিদিন ভোরে.....
০৪ ঠা জুন, ২০১৪ রাত ৯:৪৫
কীর্তন কানাই বলেছেন: কবিতার বিশাল জগতে আমি একদমই নব্য। ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং অবশ্যই ভুল ধরিয়ে দিবেন।
আমি বুঝতে পারছি একটা মিসিং হইছে,তবে ধরতে পারছিনা বিষয়টা.... যদি আপনার চোখে বিষয়টা ধরা পরে থাকে তাহলে জানাবেন...... ধন্যবাদ
২| ০৪ ঠা জুন, ২০১৪ রাত ১০:০৩
পংবাড়ী বলেছেন: ভয় পাবার কিছু নেই; লিখে যান, সময়ের সাথে আমার আগ্রহ বাড়বে কবিতার প্রতি।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জুন, ২০১৪ রাত ৯:২৭
পংবাড়ী বলেছেন: কবিতা? একবার পড়লাম, আবার পড়ার ইচ্ছে হচ্ছে না।