![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক গ্লাস স্বপ্নের শরবত আমার ভীষণ দরকার, যেখানে থাকবে একমুঠো ভালোলাগা, এক চিমটি জোছনা আর পরিশেষে থাকবে ভালোবাসাময় তৃপ্তির এক অনিঃশেষ ঢেঁকুর...
শূণ্যের কারিগর পাল্টায় তার জীবন,
শূণ্য থেকেই শুরু হয় হিসেবের দরপতন,
ধণাত্নকের মোহ দেখিয়ে দেয় উত্থান,
দোষ কি গাইতে বিশ্বাসের জয়গান,
আমি দেখেছি তোমার রাশিতে প্রেমটা শুভ ছিল,
একবার চেয়েছিলাম লজিং নিবো,
কিন্তু তোমার অবিশ্বাস তা হতে দেয়নি,
ধার নেওয়ার কথাটা বলা হয়নি যদিও,
বলেই বা কি লাভ হতো, তুমি দিতে চাইলেও
সুদে আসলে এতো প্রেম ফিরত দিতে পারবো না জানোই তো
তবে আজ কিছু একটা চাইবো তোমার কাছে,
তোমার আকুলতা ভরা মনটা আমায় একটু পোষতে দিবে তো?
কথা দিচ্ছি অযত্ন করব না এতটুকু,
পরিনত করে তবেই তোমায় ফেরত দিবো,
দিবে তো??
শূণ্য থেকেই না হয় শুরু হোক,
ধণাত্নকেই বেঁচে থাকুক ভালোবাসাটা,
দ্বৈত সুরেই বেজে উঠুক ভালোবাসার জয়গান।
©somewhere in net ltd.