![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক গ্লাস স্বপ্নের শরবত আমার ভীষণ দরকার, যেখানে থাকবে একমুঠো ভালোলাগা, এক চিমটি জোছনা আর পরিশেষে থাকবে ভালোবাসাময় তৃপ্তির এক অনিঃশেষ ঢেঁকুর...
তিক্ত হয়ে গেছি আমি আমার কাছে,
তবু হাল ছাড়িনি,
মরতে দেইনি আমার অস্তিত্বকে,
বারবার ফিরে এসেছি মুমূর্ষ আত্নার দুয়ারে,
নতুনকে জাগাবো আপন স্বপ্নে,
দৃঢ় দর্শনে ছুটে যাব বহুদূর,
আহবান একটাই তাঁর কাছে,
জীবন সংগ্রাম চালাতে চাই,
আপন কক্ষপথে...
বৃত্ত হয়ে বসে থাকার মত আমি নই,
আমি আমাকে জানি,
আবিষ্কার করি প্রতিমূহুর্তে নতুন কিছু,
স্বপ্ন দুয়ারকে বলি ছুটে চল আপন মহিমায়,
কারণ আমিই আমাকে চালাতে প্রতিজ্ঞাত.........
©somewhere in net ltd.