![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক গ্লাস স্বপ্নের শরবত আমার ভীষণ দরকার, যেখানে থাকবে একমুঠো ভালোলাগা, এক চিমটি জোছনা আর পরিশেষে থাকবে ভালোবাসাময় তৃপ্তির এক অনিঃশেষ ঢেঁকুর...
বিষবিক্ষের নিকট নতজানু আবদার,
সময়ের প্রয়োজনে প্রতিচ্ছবির সমাহার,
দেখা দিবে একদিন বৃত্তের গণ্ডির ওপার,
শিহরিত সভ্যতার অমানিশা,
ভীতির কাহনে মনে ধ্বংসের নিশা,
প্রজ্জ্বলিত অগ্নির দহনে মৌন স্বপ্নের সীসা,
হাতছানি ওই নতুনের হস্তরেখা,
পারি দিতে হবে মধ্যবর্তী বিষুবরেখা,
এবার থামবে বুঝি অস্থির বাউণ্ডুলে সখা,
অভিনেতার ভূমিকায় যেতে হবে পূর্বাচল,
সপ্নবিনা মানসিক প্রশান্তি অচল,
অসহনীয় তীব্রতার স্তব্ধ ব্যাথার ব্যাখ্যা,
থামবে যদি উড়াই মনে নতুন সিঁদুরের পাখা।
২| ১২ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৫৪
নিদেল শরিফ বলেছেন: ভাল লাগল...
©somewhere in net ltd.
১|
১২ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: অভিনেতার ভূমিকায় যেতে হবে পূর্বাচল ।
যথার্থ বলেছেন আমরা সবাই অভিনেতা ।