![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক গ্লাস স্বপ্নের শরবত আমার ভীষণ দরকার, যেখানে থাকবে একমুঠো ভালোলাগা, এক চিমটি জোছনা আর পরিশেষে থাকবে ভালোবাসাময় তৃপ্তির এক অনিঃশেষ ঢেঁকুর...
রাজার নীতি রাজকীয় হবে এইটাই তো স্বাভাবিক!! কিন্তু নীতি নির্ধারকরাও পথভ্রষ্ট হতে পারেন। কারণ হাতের পাঁচ আঙ্গুল তো আর সমান না!! কারও প্রতি কোন অভিযোগ রেখে কথাগুলো বলছি না! তবে খুব অসহায়বোধ করি মাঝে মাঝে। যে দেশেটাই আমরা বাস করি সেখানকার প্রতি ভালোবাসার কমতি নেই আমাদের। আমরা প্রতিটা মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে চেষ্টা করি দেশটার জন্যে কিছু করার। কিন্তু সেই চেষ্টা করতে গিয়ে আমরা কতটুকু প্রেরণা পাই?? হ্যাঁ পাই! চারপাশের গুটিঁ কয়েক মানুষের কাছ থেকে পাই যারা আসলেই আমাদের ভালোটা চায়! কিন্তু এই স্বল্প অনুপ্রেরণার ক্ষেত্রটা অনেকটা সাংসারিক!! টিকে থাকা যায় কিন্তু বিস্তার লাভ করা যায় না! আর এই বিস্তারিত করার প্রয়াস থেকেই সাংবাদিকতার সূচনা। এতোদিন মানুষের হাতেই এই মহান পেশার বর্তিকাটা ছিলো। কিন্তু এখন জন্তু জানোয়া্রও এই পেশায় নিজেকে যুক্ত করছে! সেই সাথে বিক্রি করে দিচ্ছে নিজেদের ব্যাক্তিত্ব! এরা চমকে দিতে চায় সবাইকে। বিনোদন বিভাগের চমক ভালো লাগে, খেলার পাতার চমকও ভালো লাগে কিন্তু নিজের সংবাদ কে প্রথম পৃষ্ঠায় নেওয়ার জন্যে যে চমক তাঁরা সৃষ্টি করতে চায় সেটার জন্যে অনেকেরই চরম খেসারত দিতে হয়! আমি ভুল করলে সেটা আমাকে প্রতিনিয়ত দগ্ধ করবে, ছাঁই করে দিবে নিজের স্বত্ত্বাকে। এরকমটা হলে আমিও মেনে নিব! কিন্তু কেউ যদি অন্যায়ভাবে আগুন লাগিয়ে দেয় সেক্ষেত্রে দোষটা কার?? আমি কেন বাধ্য হয়ে অন্যায়কে স্বীকার করবো?? কেন আরেকজনের চমকের বলি হতে হবে আমাকে?? জানি! প্রশ্নগুলো থেকে যাবে কিন্তু উত্তরটা কেউ জানলেও দিবে না! ১৬কোটি মানুষের মধ্যে একজন দুইজন না হয় বিলীন হয়ে গেলো! তাতে কার কী আসে যায়?? কিন্তু মনে রাখবেন উত্থান পতন এককভাবেও হয়, সামগ্রিকভাবেও হয়!
©somewhere in net ltd.