নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দ্বিমাত্রিক স্বপ্নগাথাঁ

কীর্তন কানাই

এক গ্লাস স্বপ্নের শরবত আমার ভীষণ দরকার, যেখানে থাকবে একমুঠো ভালোলাগা, এক চিমটি জোছনা আর পরিশেষে থাকবে ভালোবাসাময় তৃপ্তির এক অনিঃশেষ ঢেঁকুর...

কীর্তন কানাই › বিস্তারিত পোস্টঃ

যেটাই দিবেন শতভাগ দিবেন!!

০১ লা আগস্ট, ২০১৬ বিকাল ৩:৪১

আমরা নাকি দেশের মালিক!!
তাহলে তো দেশের ষোল কোটি মানুষই মালিক! কিন্তু মালিকানায় আজ ক্ষমতার দাপট! দেশের উচ্চপদস্থ মালিকরা যা চাচ্ছেন তাই-ই হচ্ছে। আপনারা চাচ্ছেন রামপাল বিদ্যুৎ কেন্দ্র হোক!! জানি এটা হবেই। আপনারা পিছপা হবেন না! তাহলে চ্যলেঞ্জ ছুঁড়ে দিন দেশের একটা মানুষ ও বিদ্যুৎ থেকে বঞ্ছিত হবে না! মানুষ ভুলে যাবে লোডশেডিং বলতে কিছু ছিল! শুধু কথায় না, কাজে দেখান! আমরা শহরে যারা থাকি তারা হয়তো খুব একটা লোডশেডিং এর মুখোমুখি হই না কিন্তু একটু গ্রামের দিকে তাকালেই বোঝা যায় তারা কতটুকু বিদ্যুৎ পায়! কিন্তু তারাও তো সাংবিধানিক ক্ষমতায় দেশের মালিক।
দেশের হর্তাকর্তারা, আপনারা মনের মাধুরী মিশিয়ে দেশ চালাচ্ছেন, যা ইচ্ছে করতেছেন। করেন!!! আমরা কিছু বললেও সেটা কানে তুলবেন না জানি! কিন্তু দয়া করে বঞ্ছিত করবেন না! আমাদের যেটা প্রাপ্য সেটার ১০০% দিবেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.