![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক গ্লাস স্বপ্নের শরবত আমার ভীষণ দরকার, যেখানে থাকবে একমুঠো ভালোলাগা, এক চিমটি জোছনা আর পরিশেষে থাকবে ভালোবাসাময় তৃপ্তির এক অনিঃশেষ ঢেঁকুর...
শান্ত পথ চলায় কখনো কি মনে হয়েছিলো থমকে যাবে সবকিছু? রাত গভীর করা সাজানো স্বপ্নগুলো কখনো কি ভেবেছিলো ছন্দের বিপরীতে চলতে হবে?
ভাবতে ভাবতে পথ চলতে হয় শত ব্যাস্ততায়! ভাবনার জগতটা বিশাল এখন! হয়তো একটা সময় বিশালতর হবে। কিন্তু ইচ্ছে ঘুড়িটা হঠাৎ হঠাৎ ছুটে যাবে মেঘের ভীড়ে।
দুপুর এখন ১২টা ৩০মিনিট।
আজিজের পুরনো অভ্যাসটা রয়ে গেছে এখনো ! সুযোগ পেলেই বহুদূর হারিয়ে যাওয়ার ইচ্ছেটা জেগে উঠে। কিন্তু সমস্যাটা হচ্ছে পথে হাটঁতে হাটঁতে আজকাল সে মরীচিকা দেখে! স্বচ্ছ নীরবতা তাকে আঁকড়ে ধরে। সে দেখেনি, সে শোনেনি, সে বলেনি অনেক কিছুই। তবু ছুটে চলেছে দিশেহারা হয়ে যেখানে দূরত্ব এক আলোকবর্ষ । এখনো সে আশা দেখে জানালা খুলে একটি হাসিমুখ দেখবে।
আজিজ এখন হাঁটছে রেল লাইনের উপর দিয়ে!! সামনেই ষ্টেশন। আজিজ চিন্তা করছে কিছু একটা! ট্রেনে চেপে বসলে সে হারাবে না! পৌঁছে যাবে নির্দিষ্ট কোন ঠিকানায়! আর এখানে দাঁড়িয়ে থাকলে সে হারিয়ে যাবে অজানায়! মেঘগুলো আনমনা হয়ে ক্রমশ ভারী হয়ে যাচ্ছে!! চিন্তাগুলো ঝাপসা হয়ে চোখে মরীচিকা এঁকে দিচ্ছে!! ট্রেনটা এগিয়ে আসছে। আজিজও হেঁটে চলছে!
এই হেঁটে চলাটা অজানার দিকে.........
০৩ রা জুন, ২০১৭ রাত ১১:২৯
কীর্তন কানাই বলেছেন: আত্নহারা, দিশেহারা
সবকিছুতেই মিশে হই পাগলপারা,
জয়ের পাতায় থেকে যায় তারা,
বিবেককে জাগিয়ে তুলে যারা।
২| ০৩ রা জুন, ২০১৭ রাত ১১:০৪
দ্যা ফয়েজ ভাই বলেছেন: এমন লেখা গুলো মনে ভালো দাগ কাটে।যার নির্দিষ্ট কোন অর্থ থাকে নাহ,তবে পাঠক তা মনের মত করে এর অর্থ বের করে নেয়।
ভালো লাগলো।আজিজের শেষ পর্যন্ত কি হয়েছিলো তা অজানাই রয়ে গেলো
০৩ রা জুন, ২০১৭ রাত ১১:৩০
কীর্তন কানাই বলেছেন: চাপিয়ে দেওয়ার চেয়ে নিজের মতো চাপ নেওয়াই ভালো!!
৩| ০৪ ঠা জুন, ২০১৭ দুপুর ১:১৯
নবিনের আলো বলেছেন: অনেক সুন্দর একটি লেখা। সত্যি বলতে কি , দীর্ঘদিনের লালিত স্বপ্ন নিয়ে তৈরি চিন্তাগুলোতে যখন ব্যর্থতার ছাপ পড়ে তখন আমিও দিশেহারা হয়ে যায় ।
©somewhere in net ltd.
১|
০৩ রা জুন, ২০১৭ রাত ১০:৪৭
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: পোষ্ট পড়ে দিশেহারা হয়ে গেলাম।