নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দ্বিমাত্রিক স্বপ্নগাথাঁ

কীর্তন কানাই

এক গ্লাস স্বপ্নের শরবত আমার ভীষণ দরকার, যেখানে থাকবে একমুঠো ভালোলাগা, এক চিমটি জোছনা আর পরিশেষে থাকবে ভালোবাসাময় তৃপ্তির এক অনিঃশেষ ঢেঁকুর...

কীর্তন কানাই › বিস্তারিত পোস্টঃ

Darkness cannot drive out darkness

০৪ ঠা জুন, ২০১৭ রাত ১১:৫৪

আজিজ সেদিন মরতে পারেনি। তার বিশ্বাসের ছোট্ট নদীটা যে বয়ে চলছে এখনো। মনে মনে সেই নদীটা এখনো খেলে চলছে তার আপন খেয়ালে। জটিল দেহে স্রোতের ধারা বারো মাস বয়ে না চললেও হঠাৎ হঠাৎ জানান দিয়ে যায় তার মহিমা। জনসমুদ্রে আগণিত চরিত্রের মাঝে এখনো বহু বিশ্বাসের গান লেখা হয় প্রকাশনার অগোচরে।
সাদাকালো চাষাবাদে লাল গোলাপের ভালোবাসার প্রকাশ আজিজদের মরতে দেয় না। সবুজ নিশান তাদের বাঁচতে শেখায়।
আজিজ জেগে আছে এক আকাশের দিকে তাকিয়ে। লাল নীল স্বপ্ন সাজানো শেষ হচ্ছে না! ঝড়ো বাতাসে সে এলোমেলো হচ্ছে বারবার। কিন্তু আজ একটা রফাদফা করে তবেই সে ছাদ থেকে নামবে। শহর ঘুমিয়ে গেছে বহু আগেই।
স্বপ্নটা এখন জমবে বেশ! কিন্তু আজিজ কি ভুল দেখছে??
একি!! আঁধারের মাঝে রংধনু!!
এক এক করে সাতটি রঙ গুণে দেখলো সে! ঠিক-ই তো আছে।
আহা!! :) কল্পলোকের কি যে মায়া।
সারাটা দেহ আবেশে জড়িয়ে যায়, মৃদু বাতাসের করতালে উড়ে বেড়ায় বাঁক হারানো ঘুড়িটা। দিনের অপেক্ষায় সময় নষ্ট করতে রাজী না আজিজ! আজ রাতেই সে আবিষ্কার করবে অন্ধকারের মাঝে লুকিয়ে থাকা আলোটা.....

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.