![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা বাঙালী মুসলমানরা সওয়াবের আশায় আরবীতে সুর কইরা কোরআন শরীফ পইড়া যাই,খতমের পর খতম দেই।
কিন্তু আমগো ভুলেও জানবার ইচ্ছা করে না আল্লাহ কোরআানে কি কইছে?আল্লাহ বানীতে কি আছে?কারন আমগোতে সওয়াবের ঠ্যাকা।আল্লাহ কি কইছে তা জনোনের ঠ্যাকাতো আমগো না।হেই ঠ্যাকাই যদি থাকতো তাইলেতো বাংলায় অনুবাদিত কোরআন শরীফটাই মন দিয়া আস্তে আস্তে পড়তাম।আল্লায় আসলে কি কইছে জানার চেষ্টা করতাম।কিন্তু আমরা তা করি না।হায় হায় বাংলা কোরআন শরীফ পইড়া কি সওয়াব পাওন যাইবো?
আমগোতো সওয়াবের ঠ্যাকা।আল্লায় কি কইছে তা জাইনা কাম কি?সওয়াব পাইলেই অইলো।
২| ০১ লা মার্চ, ২০১৭ রাত ১০:১৮
ওমেরা বলেছেন: জী আপনি ঠিক বলেছেন । কোরান আল্লাহ শুধু পড়ার তেলোয়াতের জন্য পাঠান নাই । কোরআন হল মুসলমানের জীবন বিধান কোরআন পড়তে হবে বুঝতে হবে ও সেই অনুযা্যী আমাদের জীবনকে পরিচালনা করতে হবে যদি না বুঝে কোরআন তেলোয়াত করলে ও প্রতি হরফে ১০টি সওয়াব পাওয়া যাবে । ধন্যবাদ আপনাকে ।
©somewhere in net ltd.
১|
০১ লা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:০৪
কানিজ রিনা বলেছেন: হাহাএক্কেয়ারেঠিহইকইচেন