![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমাদের এই তথাকথিত সমাজ সভ্যতার গালে সজোরে চপোটাঘাত করে হাতের পাঁচ আঙুল বসিয়ে খুব ইচ্ছে করছে।
কি? ভ্রু কুচকে গেলো?
খেকিয়ে বলছো- তোর কত্তবড় সাহস!তুই এত বড় কথা বললি কেনো?
কেনো বলবো না?
হজরত আলীকে কেনো আট বছরের মেয়েটাকে নিয়ে আত্মহত্যা করতে হলো?
তখন তোমরা কই ছিলে?
কি বাল ছিড়েছে তোমাদের সভ্যতা তখন?
কথায় কথায় সভ্যতা মারাও, না!
তোমাদের এই সভ্যতার মুখের ওপর আমার মুতে দিতে ইচ্ছে করে আমার।
যে সভ্যতা আট বছরের মেয়েটার ধর্ষনের জরিমানা করে এক হাজার টাকা,
না নিলে দেখায় চোখ রাঙানী।
ওটা সভ্যতা না, ওটা একটা বড় আকারের খোলা টয়লেট।
ওখনে মল মূত্র আর পুজ ছাড়া কিছু নেই।
ওটা নিয়ে গর্ব করতে যেও না।
ওটাকে ঢেকে রাখো।
কেননা,বাতাস উঠলে গন্ধ ছড়াবে।
০৭ ই মে, ২০১৭ দুপুর ২:৪২
যাযাবর রাজা রিটার্নস বলেছেন: বুঝিনি
২| ০৭ ই মে, ২০১৭ বিকাল ৩:০৫
তারেক ফাহিম বলেছেন: “অ” অক্ষরটি যোগ করলে অসভ্যতা হবে। আর বর্তমানেে এটি কমন গালি তাই দাদা অ দিতে চান নি। অসভ্য কথাটি মানুষ এখন শুনতে শুনতে অভ্যস্থ, এবং গালি নয় বন্ধু সার্কেল এটিকে কথার মুল হেতুতে নিয়ে এসেছে
৩| ০৭ ই মে, ২০১৭ রাত ১০:১৭
ধ্রুবক আলো বলেছেন: ওটা সভ্যতা না, ওটা একটা বড় আকারের খোলা টয়লেট। +
দারুন বলেছেন
©somewhere in net ltd.
১|
০৭ ই মে, ২০১৭ দুপুর ২:৩০
অসমাপ্ত কাব্য 21 বলেছেন: দাদা এতো চটে না গিয়ে "অ" অক্ষরটি যোগ করে নিলেই তো হয়