![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মৌ লোভী মৌলবীরাই ইসলাম ধর্মডারে খাইলো। এরা নিজেরা খাইয়া পইড়া বাচার জন্যে ধর্মডারে খাইতাছে।এরা চায়ের দোকান থিকা জলসা, সবখানেই এই ধান্দায় থাকে। অথচ এগোরে কেউ কিছু কয়না। সবাই এগোরে হুজর আসেন,বসেন কইয়া চেয়ারে বসায়।এরা গনভবনেও দাওয়াত পায় আবার আবার বোকচোদ শ্রেনীর মনেও দাওয়াত পায়।
আর এগো বিরুদ্ধে কেউ কিছু কইতে গেলেই সে হইয়া যায় নাস্তিক।এরা তহন চাপাতির খেলা দেহায়। এরা তাগো বিরুদ্ধে জিহাদে নামে নিজেগো বাচাইতে, আর বয়ান দেয় ইসলাম বাচাইতে জিহাদে নামতাছে। ইসলাম কিন্তু কইছে সবচেয়ে জিহাদ হইলো নিজের সাথে জিহাদ। অথচ এইডা তারা জীবনেও কানে নিবোনা। কারণ ঐডা কানে নিলে যে নিজের গায়ে পাড়া লাগবো। নিজের গায়ে কি কেউ শখ কইরা পাড়া খাইতে চায়?
©somewhere in net ltd.
১|
২২ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৪
মোঃ মাইদুল সরকার বলেছেন: আসল ও নকল চিনে নিতে হবে।
না হলে ঈমান রাখা দায় তবে।