![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২১ মার্চে পৃথিবীতে এসেছিলাম আমি।ঐ দিনটি আমার মিঞাভাই (দাদা) ও পিপির (দাদী) কাছে বিশেষ ছিলো।কারন আমি তাদের প্রথম নাতি। ঐ দিনটি আমার আব্বু আম্মুর কাছে বিশেষ ছিলো।কারন আমি তাদের প্রথম সন্তন। ঐ দিনটা আমার কাক্কার কাছে বিশেষ ছিলো।কারন আমি তার প্রথম ভাতিজা।তাই তারা সবাই ঐ দিন খুব আনন্দিত ছিলো। আমি নাকি প্রায় মৃতই ছিলাম। অনেক্ষন পরে কান্না করে উঠেছিলাম।
একুশে মার্চ চলে গেলো। এই দিনে আমার এইসব কথা মনে পড়ে। আমি এই দিনটাকে বরাবরই চেপে রাখি। কেনো জানি কাউকে বলিনা। আমার কাছে এই দিনটাকে কেনো যেন সাদামাটা রাখতেই ভাল্লাগে।
২২ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৪৭
যাযাবর রাজা রিটার্নস বলেছেন: কিরকম?
২| ২২ শে মার্চ, ২০১৮ দুপুর ১:১৯
পদাতিক চৌধুরি বলেছেন: ঐ দিনটি শুধু সাদামাটা না রেখে, একটু কালারফুল করলে চিন্তার পরিধী বাড়বে।
শুভেচ্ছা রইল।
৩| ২২ শে মার্চ, ২০১৮ দুপুর ১:২০
তারেক ফাহিম বলেছেন: সাদামাটা রাখতে ভালো লাগে তাই বললাম
৪| ২২ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:০৫
ভুয়া মফিজ বলেছেন: শুভ জন্মদিন। সাদামাটা না, রঙ্গীনময় হোক আপনার বাকী জীবন!
৫| ২২ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:১৫
চাঁদগাজী বলেছেন:
জন্মদিনের শুভেচ্ছা; আপনি অনেকভাবেই ইউনিক; ব্লগেও একমাত্র যাযাবর, যিনি বারবার ফিরে আসেন
৬| ২৩ শে মার্চ, ২০১৮ রাত ১২:০৬
ওমেরা বলেছেন: যেদিন তুমি এসেছিলে ভবে,কেঁদেছিলে তুমি একা হেসেছিলো সবে।
এমন জীবন তুমি করিবে গঠন,মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভূবন।
এমন জীবন তুমি করোনা গঠন।
মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। শেখ শাদী
আপনার জন্য শুভ কামনা রইল ।
©somewhere in net ltd.
১|
২২ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৪৫
তারেক ফাহিম বলেছেন: ঐ দিনে হয়ত আরও কিছু্ ঘটেছে আপনার জীবনে।