নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি চলেছি-- দুর্গম কণ্টকময় মরুময় পথে, বন্য শ্বাপদ অভয়ারণ্য এক নিশিতে।

রিয়াদ মাহমুদ জাকারিয়া

আমি সত্যের পথে নির্ভীক

রিয়াদ মাহমুদ জাকারিয়া › বিস্তারিত পোস্টঃ

আমি চলেছি.......

২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৪১

আমি চলেছি.......
দুর্গম কণ্টকময় মরু পথে,
বন্য শ্বাপদ অভয়ারণ্য এক নিশিতে।

আমি চলেছি.......
খরস্রোতা তটে, সরবর সাগরে,
রৌদ্র দগ্ধ খাঁ খাঁ দুপুরে।

আমি চলেছি.......
জ্বরা জীর্ণতাকে সাথী করে,
অসহ্য অকাতরে সহ্য করে।

আমি চলেছি.......
বঙ্গ মায়ের কান্নার রোল শুনে,
হৃদয়ে একটু আশার জাল বুনে।

আমি চলেছি.......
মিথ্যা প্রলুব্ধ ন্যায় বঞ্চিত সংসারে,
ক্ষুধার্ততার মাঝে, কান্না ভরা হাহাকারে।

আমি চলেছি.......
শোষণ ও লুণ্ঠন ভরা সমাজে,
শীল হানীতা সজ্জীত নীরব এক রাজ্যে।

আমি চলেছি.......
দেখে নিপীড়িতের হাহাকার,
শুনে মরনাস্ত্রের ঝঙ্কার।

আমি চলেছি.......
ঘূর্ণিপাকের প্রলয়ঙ্কর ঝড়ে,
গুম হত্যারুপী, মনুষ্য রোগের উজাড়ে।

আমি চলেছি.......
প্রাণহীন এক মরু প্রান্তরে,
যেন অজস্র লাশের বন্দরে।

আমি চলেছি.......
অশান্ত সমুদ্র তীরে,
সাগর রুনীদের মত পরিস্থিতিকে পুঁজি করে।

আমি চলেছি.......
বৃত্তবানদের অর্থের ঝঙ্কার শুনে,
বাঁচার তরে জীবন সন্তরণে।

আমি চলেছি.......
জীবনের অর্থকে খোঁজার তরে,
আশা আকাঙ্ক্ষার বাসনা নিয়ে এই নশ্বর জীবনে।

আমি চলেছি
তারপরও.......
আমি চলেছি।
(২৭/৬/২০১২)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.