নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি চলেছি-- দুর্গম কণ্টকময় মরুময় পথে, বন্য শ্বাপদ অভয়ারণ্য এক নিশিতে।

রিয়াদ মাহমুদ জাকারিয়া

আমি সত্যের পথে নির্ভীক

রিয়াদ মাহমুদ জাকারিয়া › বিস্তারিত পোস্টঃ

"মানবতা"

১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:০২

আমি লিখতে চাইনি বেদনার্তে কথা,
কিন্তু থেমেও থাকতে পারিনি না লিখে বাস্তবতা।
যখন অর্ধশত বৎসর পার হয়ে যাচ্ছে তারপরও অমীমাংসিত কাশ্মীর,
চারপাশে শুধু ধুম্রজাল এগিয়ে আসেনি কেহ ফোটাতে শান্তির নীড়।
পক্ষপাতিত্বপূর্ণ বাহু বলিষ্ঠের পিতা এই ধরিত্রীর জাতিসংঘ,
অবাক দৃষ্টিতে করছে অবলোকন রক্তের এই রঙ্গ।
চার জনে একজন রক্ত পিপাসু সেনা কাশ্মীরে আছে মোতায়েন,
ধ্বংসের খেলায় কোথায় মানবতা ? দেখেনা এহেন।
তারপরও দিয়েছে তাগিদ আয়োজিত হোক গণভোট,
তখন আসেনা মানবতা, জাগে না হৃদয়, কাঁদে না বিশ্ব, কারণ ওরা মুসলিম জোট।
কোথা থেকে আসে এত মানবতা ? আমি বলি সামান্য দুর্ঘটনা ফ্রান্সের
কাশ্মীরে জন্মের অভ্যর্থনা যেন যুদ্ধ, সাঙ্গ হচ্ছে জীবন কোটি মানুষের।
হায়রে মানবতা...............
দিনের পর দিন তাবুতে গেড়েছে জীবন হাজারো ফিলিস্থিন।
জন্ম জন্মান্তরের মাতৃ ভিটা দখল দিয়েছে ইসরাইল,
ন্যায় বিচারের মান দণ্ডে ফিলিস্থিনিদের প্রাপ্য শুধুই মিশাইল।
প্রাপ্য দাবিতে সরব হয়ে যখন অগ্রসরমান,
বিশ্ব ব্রহ্মাণ্ডে গুঞ্জরন শুধু মৌলবাদের উত্থান।
সিরিয়া, মিসর,ইরাক সবখানে একই বর্বরতা,
নিরীহ কোটি মানুষের জীবনের শুধুই শোকগাথা।
আসুন না দেখি কত জনের জাগে মানবতা ঐ নিরীহ কোটি মানুষের তরে,
কাউকে পাবেন না ! কারন ফ্রান্সের পতাকায় ফেইস বুক গেছে ভরে।
কত মানবতা জাগে, কত লেখা হয় শোকপত্র
সিরিয়া, মিসর,ইরাক,কাশ্মীরের জন্য নেই এক ছত্র।
ইরাক, আফগানিস্থান, সিরিয়ায় যখন আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স এর যৌথ বাহিনী হামলা করে,
কোথায় থাকে তোমাদের সংহতী প্রকাশ? সামান্য বেদনাতো তখন জাগে না হৃদয় মাঝারে।
ধিক্কার ঐ পাষণ্ড কূলের, হোক তারা দক্ষিণ কিংবা পশ্চিমা বিশ্বের,
মানবতা সমুন্নত হোক ঐ নিরীহ কোটি মানুষের।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:১৫

তরিকুল ফাহিম বলেছেন: সুন্দর লিখেছেন।

২| ১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৫০

রিয়াদ মাহমুদ জাকারিয়া বলেছেন: ধন্যবাদ ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.