নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি চলেছি-- দুর্গম কণ্টকময় মরুময় পথে, বন্য শ্বাপদ অভয়ারণ্য এক নিশিতে।

রিয়াদ মাহমুদ জাকারিয়া

আমি সত্যের পথে নির্ভীক

রিয়াদ মাহমুদ জাকারিয়া › বিস্তারিত পোস্টঃ

মায়ার সন্ধানে

১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৫

কতই না কষ্ট ক্লেশ
ফুরিয়ে গেছে জীবনের লেশ,
শুধু হাড় হাংমার মাঝে
বেঁচে আছি, দুর্ভেদ্য এ সাঁজে।

কোথাও আলোর অন্ত নেই
এরই মধ্যে হারিয়ে খেই,
পথ ভোলা এক পথিক হয়ে
ঘুরছি কষ্টের দ্বারে গিয়ে।

হটাৎ যেন মরণ পাকে
নির্মমভাবে ডাকে হাকে,
চারিদিকে শুধু কান্নার স্বর
নেই কেউ সান্ত্বনা দেবার।

মৃত্যুর পরে----
জীবন আঝরে---
পড়ে থাকে, পথে প্রান্তরে
আসেনা মায়া, কারো অন্তরে

মৃতদেহ যেন জ্বালা হয়ে
শেয়াল কুকুরে যাচ্ছে খেয়ে
এভাবে দুঃখীর জীবন শেষ
কোথায় আছে, একটু মায়ার দেশ?

১৪/৭/২০০৫

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:০৮

রুদ্র জাহেদ বলেছেন: কোথায় আছে, একটু মায়ার দেশ?
নির্মম বাস্তবতা।এখন চতুর্দিকে যান্ত্রিকতা বিরাজমান।মায়া-মানবিকতা মনে হয় যেন মিথে পরিণত হয়ে যাচ্ছে!!!

২০ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:১৯

রিয়াদ মাহমুদ জাকারিয়া বলেছেন: যান্ত্রিক ময়তার জীবনে, মিছে আশাকে লালন করে, নব উদ্দীপনায় সামনের পানে এগিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য।
ধন্যবাদ ভাইজান আপনার সুন্দর লেখাটি জন্য

২| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:২৬

সেলিম আনোয়ার বলেছেন: মৃত্যুর পরে----
জীবন আঝরে---
পড়ে থাকে, পথে প্রান্তরে
আসেনা মায়া, কারোর<কারো অন্তরে ।

ভাল লিখেছেন ।

২০ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:১৩

রিয়াদ মাহমুদ জাকারিয়া বলেছেন: ধন্যবাদ

৩| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৪৪

আরণ্যক রাখাল বলেছেন: ভালোই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.