নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি চলেছি-- দুর্গম কণ্টকময় মরুময় পথে, বন্য শ্বাপদ অভয়ারণ্য এক নিশিতে।

রিয়াদ মাহমুদ জাকারিয়া

আমি সত্যের পথে নির্ভীক

রিয়াদ মাহমুদ জাকারিয়া › বিস্তারিত পোস্টঃ

বিজয়ের মাস

০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৩:২৬

ডিসেম্বর তুমি বিজয়ের মালা
বাংলার গৌরব,
ডিসেম্বর তুমি স্বাধীনভাবে বাস করা
মানুষের কলরব।

ডিসেম্বর তুমি মুক্তভাবে উড়ে চলা
হরেক পক্ষীকুলের দল,
ডিসেম্বর তুমি মুক্ত পতাকার
পতপত শব্দের কোলাহল।

ডিসেম্বর তুমি ছিনিয়ে আনা
বাংলার মানচিত্র,
ডিসেম্বর তুমি রক্তে রঞ্জিত করা
বাংলা মায়ের বুকপিষ্ট।

ডিসেম্বর তুমি পরাধীনতার গ্লানি থেকে
মুক্তির পরশ,
ডিসেম্বর তুমি বাঙালি জীবনের
কাঙ্ক্ষিত মনের আশার সরস।

ডিসেম্বর তুমি সন্তান হারা
বঙ্গ নারীর ক্রন্দন,
ডিসেম্বর তুমি শিশুর মুখে
মিষ্টি হাঁসির স্পন্দন।

ডিসেম্বর তুমি শিশির কণার
ঝলমল করে ঝলসে ওঠা,
ডিসেম্বর তুমি মনের বাগানে
হাজারো ফুল ফোটা।

ডিসেম্বর তুমি নৈরাশ্য মানুষের
বুক ভরা সুখের হাঁসি,
ডিসেম্বর তুমি বিনা খাজনায় চাষ করা
সোনার ধানের চাষি।

ডিসেম্বর তুমি একটি ছেলের
পতাকা শোভিত স্লোগান,
ডিসেম্বর তুমি কালো পথের
রক্ত যুদ্ধের অবসান।

ডিসেম্বর তুমি বিপর্যস্ত মানুষের
বেদনার অহর্নিশি,
ডিসেম্বর তুমি পূর্ব গগণে উদয় হওয়া
টুকটুকে লাল শশী।

ডিসেম্বর তুমি লাখো মানুষের
কান্নার হা-হা-কার,
ডিসেম্বর তুমি নবজাত শিশুর
সুখের প্রহর।

ডিসেম্বর তুমি রক্তিম সূর্যটাকে
সবুজের আল্পনায় এঁকে দেওয়া,
ডিসেম্বর তুমি মর্ম স্পর্শী এক
শান্তির ছোঁয়া।

ডিসেম্বর তুমি শহীদের স্মৃতির
নির্মিত স্মৃতিসৌধ,
ডিসেম্বর তুমি নর পিচাশদের
বাংলা থেকে অবরোধ।

ডিসেম্বর তুমি বিজয় শহীদের
রক্তের লাল ছাপ,
ডিসেম্বর তুমি কর্ণ কূহরে
আঘাতের সেই সংলাপ।

ডিসেম্বর তুমি স্বৈরাচার মুক্ত
সুপ্ত প্রাণের সুবাস,
ডিসেম্বর তুমি রক্তক্ষয়ী যুদ্ধের
কালজয়ী ইতিহাস।

ডিসেম্বর তুমি চির অমরত্বের
স্বর্গসম এ দিন,
ডিসেম্বর তুমি বিজয় বাংলায়
থেকো সকলের হিয়ায় অমলিন।

ডিসেম্বর তুমি অভয় পরিস্থিতির
শান্তির বার্তা বাহক,
ডিসেম্বর তুমি জীবন ত্যাগের
আর্তনাদের করুণ শোক।

ডিসেম্বর তুমি কাঙ্ক্ষিত মানুষের
জলাঞ্জিত রুদ্ধশ্বাস,
ডিসেম্বর তুমি বাঙ্গালি জাতির
প্রাণময়ী বিজয়ের মাস।

কবি শামসুর রাহমানের "স্বাধীনতা তুমি" কবিতা অনুকরনে লিখিত
৬/১২/২০০৩

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.