নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি চলেছি-- দুর্গম কণ্টকময় মরুময় পথে, বন্য শ্বাপদ অভয়ারণ্য এক নিশিতে।

রিয়াদ মাহমুদ জাকারিয়া

আমি সত্যের পথে নির্ভীক

রিয়াদ মাহমুদ জাকারিয়া › বিস্তারিত পোস্টঃ

" তরুণ ও কণ্ঠস্বর "

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১:২৮

*** কঠিন এবং বাস্তব কোন মুহূর্তের মাঝে থেকে ১৮ চরণ এবং প্রত্যেক চরণে ১৮ অক্ষর বিশিষ্ট লেখা আমার একটি অন্যতম প্রিয় কবিতা " তরুণ ও কণ্ঠস্বর " ****





জাগিছে আজ আশা উন্মাদনায় ভাস্বর সে জ্যোতি,
অন্যায়পূর্ণ কাজের মধ্যে হয়েছে ওরা স্থিতধী।
মিথ্যা রোধে জাগ্রত কণ্ঠস্বর হল পুলকদীপ্তি,
বাঁধার পাহাড় রুদ্ধ করবে স্পিত লক্ষে অবধি।
চারপাশে ভীরুদের আহবানে সত্য অবলুপ্তি,
সকল কিছুর প্রাণ পিঞ্জর তরুণ প্রতিনিধি।
পরহিতব্রতী হয়ে ওরা করবে মিথ্যার সমাপ্তি,
শয়ন ছেড়ে এস ছুটে গড়াও সত্যের সমাধি।
আসবে যত আত্মঘাতী তবু রুখবে এ ধরিত্রী,
রুধিরাক্ত করে ভরিয়ে তুলবে হাজারও নদী।
............................................................
এসেছি, ওরে ভীরু অগ্নি স্বরূপ হয়ে ঝলমল,
প্রতিবাদে হব জাগ্রত, খুলে দেহদুর্গের দ্বার।
দুঃখীর শেষ আলয়ে ফুটিয়ে শান্তির শতদল,
শান্তির হাঁসি হবে বিকশিত করবে সরোবর।
আসছে সৌহার্দ্য গড়ে উঠবে সুন্দর ধরাতল,
এ আসছে যেন অমর সমর হয়ে সে সাগর।
সমস্ত প্রাণে আসবে এখন পূর্ণ হৃদয় বল,
রণ পথে হয়েছে দীক্ষিপ্ত " তরুণ ও কণ্ঠস্বর "।।

(১৮/০৯/২০০৩)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০১৬ সকাল ৭:০৯

মাহবুবুল আজাদ বলেছেন: চমৎকার লাগল।


নতুন বছরের শুভেচ্ছা রইল।
ভাল থাকবেন।

০২ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৪

রিয়াদ মাহমুদ জাকারিয়া বলেছেন: আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা , হৃদয়ের মাঝার থেকে দুঃখ এবং কষ্টকে দূরে রেখে হাঁসি আর আনন্দকে নিয়ে ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.